বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০১৬
যশোরে চীনা নাগরিকের লাশ উদ্ধার, আটক ২
Home Page » প্রথমপাতা » যশোরে চীনা নাগরিকের লাশ উদ্ধার, আটক ২বঙ্গ-নিউজঃআজ বৃহস্পতিবার যশোরে এক চীনা নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। উপশহর এলাকার মহিলা কলেজের পাশ থেকে উদ্ধার করা ওই চীনা নাগরিকের নাম চাং হিং সং বলে জানা গেছে। নিহতের বয়স অনুমানিক ৪৫।পুলিশ ধারনা করছে, গতকাল বুধবার দিবাগত রাতের কোন এক সময় চাং হিং সংকে হত্যা করা হয়েছে। মাথায় রড দিয়ে আঘাত করে এবং শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
এই বিদেশি নাগরিকের হত্যাকাণ্ডের ঘটনায় দুই ব্যাক্তিকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- নেত্রকোনার চকপাড়া এলাকার বাসিন্দা মুক্তাদির রহমান ও নাজমুল হাসান পারভেজ।
বিষয়টি নিশ্চিত করে যশোরের পুলিশ সুপার আরও জানিয়েছেন, দীর্ঘদিন যাবত পরিবার নিয়ে যশোরে বসাবাস করছিলেন ওই চীনা নাগরিক। তিনি ব্যাটারি চালিত রিক্সার ব্যবসা করতেন।
বাংলাদেশ সময়: ১৪:১৩:০৩ ৩৪৬ বার পঠিত