বুধবার, ১৪ ডিসেম্বর ২০১৬
সৌদির কাছে অস্ত্র বিক্রি কমিয়ে দেবে যুক্তরাষ্ট্র
Home Page » প্রথমপাতা » সৌদির কাছে অস্ত্র বিক্রি কমিয়ে দেবে যুক্তরাষ্ট্রবঙ্গ-নিউজঃ সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির পরিমাণ কমিয়ে দেবে বলে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। সৌদির হামলায় ইয়েমেনে বেসামরিক মানুষ নিহত হওয়ার ঘটনায় সৃষ্ট উদ্বেগ থেকেই যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। বিবিসি।মার্কিন যুক্তরাষ্ট্রের ওবামা প্রশাসনের মতে, সৌদি আরব যেভাবে বিমান হামলা চালিয়ে ইয়েমেনে বেসামরিক মানুষ মারছে তাতে উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারন রয়েছে। এইসব কারণে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা করতে সক্ষম এমন অস্ত্র সৌদি আরবের কাছে বিক্রি না করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।
এর আগে গত অক্টোবর মাসে ইয়েমেনে একটি জানাজার নামাজে সৌদি আরবের বিমান হামলায় ১৪০ জন নিহত হয়। ওই ঘটনার পর সৌদি আরবকে সতর্কবার্তা পাঠায় যুক্তরাষ্ট্র। সতর্কবার্তায় বলা হয়, নিরাপত্তা সহযোগিতার নামে সৌদি আরবকে যা ইচ্ছা তাই করার স্বাধীনতা দেয়া হয়নি।
এখন থেকে সীমান্ত পাহারা দিতে যেসব সামরিক সরঞ্জামের প্রয়োজন হবে শুধুমাত্র সেসব অস্ত্রই সৌদির কাছে বিক্রি করা হবে। এছাড়া বেসামরিক মানুষ নিহত হওয়া ঠেকাতে সৌদি আরবের পাইলটদেরকে প্রশিক্ষণ দেওয়ার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে হেলিকপ্টার বিক্রির জন্য সৌদি আরবের সাথে সম্পাদিত তিন বিলিয়ন ডলারের চুক্তি বহাল থাকবে।
উল্লেখ্য, ২০১৪ সালে ইয়েমেনে হামলার পর থেকে সৌদির হামলায় এখন পর্যন্ত কয়েক হাজার বেসামরিক মানুষ নিহত এবং ৩০ লাখের বেশি মানুষ গৃহহীন হয়েছে। তবে এতো ব্যাপক হারে বেসামরিক মানুষ হত্যার অভিযোগ অস্বীকার করেছে সৌদি আরব।
বাংলাদেশ সময়: ১৫:২২:৪৭ ৩৮২ বার পঠিত