বুধবার, ১৪ ডিসেম্বর ২০১৬

শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানিয়েছে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Home Page » জাতীয় » শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানিয়েছে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বুধবার, ১৪ ডিসেম্বর ২০১৬



13.jpgবঙ্গ-নিউজঃ আজ শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি ঘাতক বাহিনী বেছে বেছে দেশের সেরা সন্তান শিক্ষাবিদ, চিকিৎসক, সাহিত্যিক, সাংবাদিক, দার্শনিক ও সংস্কৃতি ক্ষেত্রের অগ্রগণ্য মানুষকে বাড়ি থেকে ধরে নিয়ে নির্মমভাবে হত্যা করে।

দেশ স্বাধীনের পর রাজধানীর রায়ের বাজারের পরিত্যক্ত ইটখোলা, মিরপুরসহ বিভিন্ন বধ্যভূমিতে একে একে পাওয়া যায় বুদ্ধিজীবীদের ক্ষতবিক্ষত লাশ। হত্যার আগে পৈশাচিক নির্যাতন চালানো হয়েছিল তাদের ওপর।

বাঙালি জাতি প্রতিবছর দিনটি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে জাতির শ্রেষ্ঠ সন্তানদের। সকালে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও । এরপর বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। ছবিতে দেখুন শহীদ বুদ্ধিজীবীদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন।

বাংলাদেশ সময়: ১৩:২৪:০৬   ৩৪০ বার পঠিত