বুধবার, ১৪ ডিসেম্বর ২০১৬
দ.কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় লক্ষ্য করে উ.কোরিয়ার হামলার মহড়া
Home Page » প্রথমপাতা » দ.কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় লক্ষ্য করে উ.কোরিয়ার হামলার মহড়াবঙ্গ-নিউজঃ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ও বাসভবন ব্লু হাউসে হামলার একটি মহড়া পালন করেছে উত্তর কোরিয়ার সেনাবাহিনী। এই ঘটনায় দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বিবিসি, দ্য ইন্ডিপেন্ডেন্ট।উত্তর কোরিয়ার বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, দেশটির সেনাবাহিনী দক্ষিণ কোরীয় প্রেসিডেন্টের কল্পিত বাসভবনকে লক্ষ্য করে গুলি ও হামলা চালায়। এ সময় দেশটির প্রেসিডেন্ট কিমও হামলায় অংশ নেন।
এছাড়া পিপল’স আর্মির ফাইভ-টোয়েন্টি ফাইভ ইউনিট দক্ষিণ কোরিয়ার বিভিন্ন লক্ষ্যবস্তু নিশানা করে হামলা চালিয়ে বিশেষ মহড়া প্রদর্শণ করে। মহড়ার সময় কিমকে বেশ উৎফুল্ল দেখা যায়।
এদিকে উত্তর কোরিয়ার এমন মহড়ার পর দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী এবং ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হং কো আন দেশটির সেনাবাহিনীকে যে কোনও পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, গত শুক্রবার দক্ষিণ কোরিয়ার পার্লামেন্ট হাউজ দেশটির প্রেসিডেন্ট পার্ককে অভিশংসন করে। তার পরদিনই উত্তর কোরিয়া এমন মহড়া চালায়।
বাংলাদেশ সময়: ০:২৫:৩৪ ৩৪২ বার পঠিত