সোমবার, ১২ ডিসেম্বর ২০১৬

টাকা দিয়ে বর্জ্য কিনছে সুইডেন

Home Page » এক্সক্লুসিভ » টাকা দিয়ে বর্জ্য কিনছে সুইডেন
সোমবার, ১২ ডিসেম্বর ২০১৬



swdeen-buying-gurbadge.jpgবঙ্গ-নিউজঃ টাকা দিয়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বর্জ্য কিনছে সুইডেন! শুনতে অবিশ্বাস্য মনে হলেও ঘটনা সত্য। সুইডেনের বর্জ্য ব্যবস্থাপনা এতোটাই উন্নত যে, বর্জ্য ফেলার নির্ধারিত স্থানে মোট বর্জ্যের মাত্র এক শতাংশ পাঠানো হয়। বাকি বর্জ্য শোধন প্রক্রিয়ার মাধ্যমে পুনরায় ব্যবহারের উপযোগী করা হয়।বর্তমান পরিস্থিতি হলো, সুইডেনের বর্জ্য শোধনাগারগুলো বর্জ্যের অভাবে প্রায় বন্ধ হতে বসেছে। কারণ আগের মতো বর্জ্যই আর তাদের থাকছে না। এ কারণে, শোধনাগারগুলো সচল রাখতেই মূলত বর্জ্য আমদানির মতো বিস্ময়কর পদক্ষেপ নিতে হচ্ছে তাদের।

সুইডেন যে ব্যবস্থাপনার মাধ্যমে বর্জ্য পুড়িয়ে ফেলে, সেখান তৈরি করা হয় বিদ্যুৎও এবং তা সুইডেনের জাতীয় বিদ্যুতের সঙ্গে যোগ হয়ে যায়। বর্জ্য কমে যাওয়ায় শোধনাগারগুলো বন্ধ হওয়ার উপক্রম হয়েছে এবং একই সঙ্গে জাতীয় গ্রিডে বিদ্যুতের জোগানও কিছুটা কমে গেছে।

জানা গেছে, সুইডেনের এই পদক্ষেপ একটি সাময়িক উদ্যোগ। পরিস্থিতি আবার স্বাভাবিক হলে বর্জ্য আমদানির পদক্ষেপ থেকে সরে যাবে তারা।

বাংলাদেশ সময়: ২১:০৩:০৩   ৯১৩ বার পঠিত