রবিবার, ১১ ডিসেম্বর ২০১৬
সিরিয়ার রাকায় আরো সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
Home Page » প্রথমপাতা » সিরিয়ার রাকায় আরো সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্রবঙ্গ-নিউজঃ সিরিয়ার রাকা শহরে ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াই করতে আরও ২০০ সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ কার্টার বাহরাইনের রাজধানী মানামায় শনিবার নিরাপত্তা বিষয়ক সম্মেলনে এই তথ্য জানান।তিনি বলেন, ‘বিশেষ বাহিনীর প্রশিক্ষক, পরামর্শক এবং বোমা নিষ্ক্রিয়কারী দলসহ আরো ২০০ জন সেনা সিরিয়ায় পাঠানো হবে। তারা গিয়ে রাকায় অবস্থিত ৩০০ সদস্যের মার্কিন স্পেশাল ফোর্সের সঙ্গে যুক্ত হবে। রাকার স্থানীয় যোদ্ধাদের প্রশিক্ষণ, অস্ত্র চালনা শিক্ষা এবং প্রেরণা যোগানোর কাজ করবে তারা।’
মার্কিন নেতৃত্বাধীন একটি জোট বিমান হামলার মাধ্যমে সিরিয়া এবং ইরাকে আইএসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। গত নভেম্বর মাসে কুর্দি ও আরব যোদ্ধারা রাখা উদ্ধারে অভিযান শুরু করার ঘোষণা দেয়। সিরিয়ার ডেমোক্রেটিক ফোর্সের দাবি, তারা সন্ত্রাসী গোষ্ঠী আইএসের রাজধানী রাকার উত্তরাঞ্চলে প্রবেশ করে ফেলেছে।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী দাবি করেন, সেনারা রাকা শহর থেকে মাত্র ২৫ কিরোমিটার দূরে রয়েছে। এসডিএফের প্রধান চালিকা অর্থাৎ কুর্দি যোদ্ধাদের সহযোগিতা করছে তারা।
সিরিয়ার রাকা এবং ইউফ্রেটিসসহ পূর্বাঞ্চলীয় বেশ কয়েকটি শহর এখনো সন্ত্রাসী গোষ্ঠী আইএস’র হাতে রয়েছে। দেশটির সরকারের অনুমতি ছাড়াই তুরস্ক ও আমেরিকাসহ কিছু দেশ নিজেদের সেনা মোতায়েন করেছে সেখানে। বিনা অনুমতিতে সেনা পাঠানোর বিষয়ে বাশার আসাদের সরকার কঠোর নিন্দা করে চলেছে।
বাংলাদেশ সময়: ৯:৩৭:১০ ৩৬২ বার পঠিত