শনিবার, ১০ ডিসেম্বর ২০১৬
ফেব্রুয়ারিতে ভারত যাবেন প্রধানমন্ত্রী
Home Page » প্রথমপাতা » ফেব্রুয়ারিতে ভারত যাবেন প্রধানমন্ত্রীবঙ্গ-নিউজঃ আগামি বছরের ফেব্রুয়ারিতে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।এর আগে শনিবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর। তার পরপরই প্রধানমন্ত্রীর ভারত সফরের সময়ের কথা জানা যায়।
ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী ফেব্রুয়ারির প্রথম দিকে ভারত সফরে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। এখন সফরসূচি চূড়ান্ত করার ব্যাপারে দুই দেশের কর্মকর্তারা একসাথে বসবেন।
এর আগে আগামী ১৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার তিন দিনের সফরে ভারত যাওয়ার কথা ছিলো। কিন্তু অনিবার্য কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর স্থগিত করা হয়।
গত বছরের জুনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরে আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে প্রধানমন্ত্রীর ডিসেম্বরে ভারত সফরের কথা ছিল।
এর আগে গত ৩০ নভেম্বর প্রতিরক্ষা সহযোগিতা এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের আগাম প্রস্তুতির ব্যাপারে কথা বলতে দুই দিনের সফরে ঢাকায় এসেছিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিকর।
বাংলাদেশ সময়: ২৩:০৭:০৭ ৩৭৯ বার পঠিত