শনিবার, ১০ ডিসেম্বর ২০১৬
আইভীকে শাড়ি উপহার দিয়ে সমর্থন জানালেন শামীম ওসমান
Home Page » এক্সক্লুসিভ » আইভীকে শাড়ি উপহার দিয়ে সমর্থন জানালেন শামীম ওসমানবঙ্গ-নিউজঃনারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীকে দুটি শাড়ি উপহার দিয়ে তার প্রতি নিজের সমর্থনের কথা জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।নৌকা প্রিন্ট করা এই শাড়ি দুটি আইভীকে সরাসরি দেয়া না হলেও তার কাছে পৌঁছে দেয়া হবে বলে জানিয়েছেন শামীম ওসমান।
শুক্রবার ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের নাসিম ওসমান মেমোরিয়াল পার্কে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শামীম ওসমান এসব কথা বলেন।
শাড়ি দেয়া প্রসঙ্গে শামীম ওসমান বলেন, এই শাড়ি পরে আমার ‘ছোট বোন’ (আইভী) প্রচারণায় গেলে মানুষ জানবে যে আমি তার সাথে রয়েছি।
আইভী ও শামীম ওসমানের মধ্যকার দ্বন্দ্বের ব্যাপারে উপস্থিত সাংবাদিকরা জিজ্ঞাসা করলে তিনি বলেন, তবে দলের বৃহত্তর প্রয়োজনে আমাদের কোনো ভুল বুঝাবুঝি নেই। আগের সামান্য যে মনোমালিন্য ছিলো তা আমি ভুলে গেছি।
তিনি বলেন, নৌকার কারও সাপোর্টের প্রয়োজন নেই। কারণ নৌকার মালিক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার কন্যা শেখ হাসিনা। আমি আর আইভী যদি নৌকার প্রচারণায় নাও নামি তাহলেও নৌকা নিজে নিজেই চলবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সেক্রেটারি আবু হাসনাত শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, সেক্রেটারি খোকন সাহা, সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব প্রমুখ।
বাংলাদেশ সময়: ০:৪৬:৪৭ ৭১০ বার পঠিত