বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০১৬
ফের দুই জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমার
Home Page » প্রথমপাতা » ফের দুই জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারবঙ্গ-নিউজঃ নাফ নাদী থেকে আবারো দুই বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি)। জেলেদের পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বুধবার দুপুরে টেকনাফ উপজেলার হোয়াইক্যং সংলগ্ন নদী থেকে তাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়।বিষয়টি নিশ্চিত করে হোয়াইক্যং ইউপি চেয়ারম্যান নূর আহমেদ আনোয়ার জানিয়েছেন, মিয়ানমারের বিজিপি বাংলাদেশের জেলেদের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জেলেদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিষয়টি প্রকাশ পাওয়ার পর অনেক মাছ শিকার বন্ধ করে দিয়েছে।
জানা যায়, হোয়াইক্যং ইউনিয়নের লম্ববিল এলাকার আব্দুস শুক্কুর (৪০) ও একই এলাকার ভুলু (৩৮) মাছ শিকার করতে যান নাফ নদীতে। বাংলাদেশের সীমানাই মাছ শিকাররত অবস্থায় জাল ও নৌকাসহ তাদেরকে ধরে নিয়ে যায় মিয়ানমার বিজিপি।
এদিকে, মিয়ানমার বিজিপি এবং নৌবাহিনীর দ্বারা বাংলাদেশী জেলেদের অপহরণ করার ঘটনা ঘটেই চলেছে। গত কয়েক সপ্তাহে বঙ্গোপসাগর ও নাফ নদী থেকে ১১জন বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে মিয়ানমার বাহিনী।
বাংলাদেশ সময়: ১৯:০১:৪১ ৪২৫ বার পঠিত