বুধবার, ৭ ডিসেম্বর ২০১৬

২১ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে: আইওএম

Home Page » এক্সক্লুসিভ » ২১ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে: আইওএম
বুধবার, ৭ ডিসেম্বর ২০১৬



rohinga-barma-2.jpgবঙ্গ-নিউজঃ মিয়ানমারের সেনাবিহিনীর হাতে নির্যাতিত প্রায় ২১ হাজার রোহিঙ্গা মুসলিম নাফ নদী পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে বলে অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক সংস্থা আইওএম-এর বরাত দিয়ে জানিয়েছে বিবিসি বাংলা।ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন বলছে, মিয়ানমার-বাংলাদেশ সীমান্তবর্তী রাখাইন রাজ্যে দেশটির সেনাবিহিনীর অভিযানে ঘরবাড়িহীন প্রায় ২১ হাজার রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে পালিয়ে এসেছে। এই ২১ হাজারের অধিকাংশই আবার নারী ও শিশু।

এর আগে অবশ্য জাতিসংঘ বলেছিলো, মিয়ানমার থেকে প্রায় দশ হাজার রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। তবে আইওএম-এর হিসেবে এই সংখ্যাটি দ্বিগুণেরও বেশি দেখা গেল।

বিবিসি বাংলার একজন প্রতিবেদক সরেজমিনে গিয়ে দেখেন যে, রাখাইন রাজ্য থেকে পালিয়ে আসা অধিকাংশ রোহিঙ্গাই বাংলাদেশের টেকনাফে এসে আশ্রয় নিয়েছে। তবে এখানে এসেও তাদের শেষ রক্ষা হয়নি। প্রথম কয়েকটি দিন স্থানীয় বাংলাদেশী পরিবারগুলোতে তারা আশ্রয় পেলেও বর্তমানে আবারও তাদের অধিকাংশেরই রাস্তায় ঠাঁই হয়েছে।

ওই প্রতিবেদকের কাছে কয়েকজন রোহিঙ্গা মুসলিম তাদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর চালানো ভয়াবহ নির্যাতনের কথা বর্ণনা করেন।

তারা বলেন, পরিবারের অধিকাংশ পুরুষ সদস্যই সেনাবাহিনীর হাতে নিহত হয়েছেন। নারী ও শিশুরাও বাদ পড়েনি। যারা বেঁচে গেছেন তারা সেনাবাহিনীর অত্যাচার থেকে বাঁচতে দিনের পর দিন উপোস থেকে বনে-জঙ্গলে ঘুরে বেড়িয়েছেন। এরপর কয়েকজন ব্যক্তির সহযোগিতায় শেষ পর্যন্ত তারা বাংলাদেশে পালিয়ে আসতে সক্ষম হয়েছেন।

এদিকে পালিয়ে আসা রোহিঙ্গাদের বক্তব্যের সত্যতা যাচাই করার উপায় নেই বলে জানিয়েছে বিবিসি বাংলা। কারণ হিসেবে তারা জানিয়েছে, মিয়ানমারে কোন সংবাদদাতা বা মানবাধিকার কর্মী প্রবেশ করতে দেয়া হচ্ছে না।

বাংলাদেশ সময়: ০:২৮:০৭   ৪৫৯ বার পঠিত