মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০১৬

ফ্লোরিডায় প্রদর্শনীতে বাংলাদেশি চিত্রশিল্পী সামরিন পারভীনের ছবি

Home Page » ফিচার » ফ্লোরিডায় প্রদর্শনীতে বাংলাদেশি চিত্রশিল্পী সামরিন পারভীনের ছবি
মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০১৬



15192748_1216531735079363_645334882617847840_n.jpg

বঙ্গনিউজ ডটকম : ফ্লোরিডা আটলান্টিক ইউনিভার্সিটি ফাইন আর্ট গ্রাজুয়েশন শেষ বর্ষের ছাত্র-ছাত্রীদের নিয়ে চিত্র প্রদর্শনী হয়েছে। এ প্রদর্শনীটি ফ্লোরিডার শীর্ষে থাকা ইউনিভার্সিটির মধ্যে অন্যতম।

প্রদর্শনীটি ১ ডিসেম্বর হতে ১৫ ডিসেম্বর পর্যন্ত মঙ্গল হতে শুক্রবার দুপুর একটা হতে চারটা, শনিবার একটা হতে পাঁচটা পর্যন্ত ফ্লোরিডার বোকারটন রিঢীর আর্ট গ্যালারিতে সকলের জন্য উন্মুক্তভাবে প্রদর্শিত হবে। এ প্রদর্শনীতে বাংলাদেশি বংশোদ্ভূত সামরিন পারভীনের বেশ কয়েকটি পোর্টেট বিশেষভাবে সমাদৃত হয়।

15319292_10154861453803487_6429024771221446959_n2.jpg

বাস্তবজীবনের গম্ভীরতা, শিল্পীর স্বকীয়তা এবং নিপুণ রংয়ের মিশ্রণে ফুটিয়ে ওঠা ভিন্ন ধারার এ ছবিগুলোর সামনে আমেরিকার দর্শকদের ভিড় ছিল চোখে পড়ার মত। এ সময়ে শিল্পী বাংলাদেশ ও চারুকলা বিষয়ে উপস্থিত দর্শকদের বিভিন্ন কৌতুহলী প্রশ্নের জবাব দেন।

সামরিন পারভীন চট্টগ্রামের উত্তর কার্টলী পন্ডিত বাড়ি নিবাসী আব্দুল মান্নান চৌধুরীর মেয়ে।

বস্তুগত জগতের বাইরে বেরিয়ে আসা সামরিন পারভীন ফেলে আসা বাংলদেশকে শৈশবের স্মৃতিতে ধরে রেখেছেন তার রং তুলির আঁচড়ে। অত্যন্ত বিনয়ী সামরিন পারভীন বাংলাদেশের অবস্থান বুঝিয়ে দিয়েছেন তার জলরঙে।

15241938_10154861453713487_7706148939055021009_n1.jpg

শিল্পীর কিছু পোর্টেটে তাক লাগিয়ে দিয়েছে দর্শকদের। আমেরিকার বুকে বাংলাদেশি বংশোদ্ভূত সুষ্ঠু ধারার রুচিশীল শিল্পী সামরিন পারভীনের এটি একটি বড় অর্জন। সরল রং তুলিতে বাস্তবের গল্প তুলে ধরা সামরিন পারভীনের বক্তব্যে উঠে এসেছিল, ‘আমি স্মৃতি, শৈশব ও খোলা জায়গা নিয়ে

 আঁকি। যার একটি গল্প থাকে। হতে পারে তা সাধারণ ও ব্যক্তিগত।’

বাংলাদেশ সময়: ১০:২৫:৫১   ৮৭৯ বার পঠিত