শুক্রবার, ২ ডিসেম্বর ২০১৬
পরিচয় — ফাতেমা হক মুক্তা
Home Page » সাহিত্য » পরিচয় — ফাতেমা হক মুক্তাআমাদের পরিচয় টা মুঠোফোনে বলেই—
কেউ কারো নাম জানি না,
কখনো কেউ জানতেও চাই নি ।
গভীর রাতের আলাপনে–
আমি ওকে “নীদ” বলে ডাকতাম,
আর ও–
ও আমাকে ডাকতো “নিশী” ।
কথা ছিল যেদিন দেখা হবে—
সেদিনই দুজন দুজনার নাম জেনে নিবো
কোন এক হেমন্তে দেখা হবার কথা ছিল আমাদের ।
হেমন্ত ও এলো—
কিন্তু, তুমি—–?
তুমি তো এলে না
আমাদের দেখা ও হলো না ।
সেই মুঠোফোন টা আর গভীর রাতে বাজে না
আমরা কে কোথায়—
কার সাথে আছি, আজও কেউ জানি না ।
প্রতিদিন রাত হয়, প্রতিদিন প্রতিক্ষা করি
ঋতু বদলায়, বছর শেষ হয়
আসে হেমন্ত, আমি অপেক্ষা করি
গভীর রাতে আর ফোন বাজে না
আমরা কে কোথায় আছি কেউ জানি না ।
বি দ্রঃ কবি ফাতেমা হক মুক্তার জন্মদিন -এ তাঁর প্রতি শুভ কামনা … বঙ্গ-নিউজ পরিবার ।
বাংলাদেশ সময়: ২৩:৩৬:৫৫ ৩০৯ বার পঠিত