পরিচয় — ফাতেমা হক মুক্তা

Home Page » সাহিত্য » পরিচয় — ফাতেমা হক মুক্তা
শুক্রবার, ২ ডিসেম্বর ২০১৬



15253588_1624443171191727_1699104659024534307_n.jpgআমাদের পরিচয় টা মুঠোফোনে বলেই—
কেউ কারো নাম জানি না,
কখনো কেউ জানতেও চাই নি ।

গভীর রাতের আলাপনে–
আমি ওকে “নীদ” বলে ডাকতাম,
আর ও–
ও আমাকে ডাকতো “নিশী” ।

কথা ছিল যেদিন দেখা হবে—
সেদিনই দুজন দুজনার নাম জেনে নিবো
কোন এক হেমন্তে দেখা হবার কথা ছিল আমাদের ।

হেমন্ত ও এলো—
কিন্তু, তুমি—–?
তুমি তো এলে না
আমাদের দেখা ও হলো না ।

সেই মুঠোফোন টা আর গভীর রাতে বাজে না
আমরা কে কোথায়—
কার সাথে আছি, আজও কেউ জানি না ।

প্রতিদিন রাত হয়, প্রতিদিন প্রতিক্ষা করি
ঋতু বদলায়, বছর শেষ হয়
আসে হেমন্ত, আমি অপেক্ষা করি
গভীর রাতে আর ফোন বাজে না
আমরা কে কোথায় আছি কেউ জানি না ।

বি দ্রঃ কবি ফাতেমা হক মুক্তার জন্মদিন -এ তাঁর প্রতি শুভ কামনা … বঙ্গ-নিউজ পরিবার ।

বাংলাদেশ সময়: ২৩:৩৬:৫৫   ৩১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

সাহিত্য’র আরও খবর


সাধক কবি রামপ্রসাদ সেন: স্বপন চক্রবর্তী
ড. গোলসান আরা বেগমের কবিতা “আমি তো গাঁয়ের মেয়ে ”
৫০ বছরের গৌরব নিয়ে জাবির বাংলা বিভাগ বিশাল ‘সুবর্ণ জয়ন্তী’ উৎসব আয়োজন করেছে
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা- ‘তোমার খোঁজে ‘
অতুলপ্রসাদ সেন: ৩য় (শেষ ) পর্ব-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন;পর্ব ২-স্বপন চক্রবর্তী
অতুলপ্রসাদ সেন-স্বপন চক্রবর্তী
অধ্যক্ষ ড. গোলসান আরা বেগমের কবিতা ” যাবে দাদু ভাই ?”
বাদল দিনে- হাসান মিয়া
ইমাম শিকদারের কবিতা ‘ছোট্ট শিশু’

আর্কাইভ