বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০১৬
১৩ ডিসেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবী
Home Page » এক্সক্লুসিভ » ১৩ ডিসেম্বর পবিত্র ঈদে মিলাদুন্নবীবঙ্গ-নিউজঃ বুধবার রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামী ১৩ ডিসেম্বর মঙ্গলবার পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১২ রবিউল আউয়াল পালিত হবে। বুধবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটি এ সিদ্ধান্ত নেয়।কমিটি জানায়, রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় চলতি সফর মাস ৩০ দিনে শেষ হবে। এর ফলে আগামী ২ ডিসেম্বর শুক্রবার থেকে রবিউল আউয়াল মাস শুরু হবে। সে হিসেবে আগামী ১৩ ডিসেম্বর মঙ্গলবার সারা দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত হবে।
সভায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয় এবং বিভাগীয় ও জেলা কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে তারপর সিদ্ধান্ত নেয়া হয়।
ধর্ম মন্ত্রণালয়য়ের যুগ্ম সচিব জাকির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় আরও উপস্থিত ছিলেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের মুফতি এহসানুল হক, চকবাজার শাহি জামে মসজিদের খতিব মুফতি শেখ নাঈম রেজওয়ান, লালবাগ শাহি জামে মসজিদের খতিব আবু রায়হান প্রমুখ।
বাংলাদেশ সময়: ০:৩২:৩৮ ২৯৩ বার পঠিত