বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০১৬

পাক-ভারত সীমান্তে গোপন সুড়ঙ্গ!

Home Page » প্রথমপাতা » পাক-ভারত সীমান্তে গোপন সুড়ঙ্গ!
বৃহস্পতিবার, ১ ডিসেম্বর ২০১৬



pak-india-tunnel.jpgবঙ্গ-নিউজঃ পাক-ভারত সীমান্তের কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বরাবর সাম্বা সেক্টরের চামেলিয়ালে একটি সুড়ঙ্গ খুঁজে পেয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে। সুড়ঙ্গটি ৩০ ফুট লম্বা এবং ১০ ফুট গভীর বলে জানিয়েছে এনডিটিভি।বিএসএফ জানিয়েছে, সুড়ঙ্গটি এমনভাবে নির্মাণ করা হয়েছে যে, এটি ব্যবহার করে খুব সহজেই আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতের সীমানায় ঢুকে পড়া যাবে। একইসাথে ভারতীয় বিভিন্ন সেনা ক্যাম্পেও যাওয়া যাবে।

পাকিস্তানের মদদপুষ্ট জঙ্গিরা এই সুড়ঙ্গ দিয়ে ভারতে প্রবেশ করে অনেক বড় ধরণের সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা করছিল বলে ধারণা করছে ভারত।

সম্প্রতি নাগরোটায় সন্ত্রাসী হামলার পর ওই স্থানে ব্যাপক তল্লাশি চালায় বিএসএফ। তল্লাশীর সময়ে আগাছা দিয়ে ঢাকা এ সুড়ঙ্গটি খুঁজে পায় তারা।

বিএসএফের মহাপরিচালক কে কে শর্মাও সুড়ঙ্গ খুঁজে পাওয়ার কথা স্বীকার করেছেন। সুড়ঙ্গটি বন্ধ করে দেয়ার কথা জানিয়ে তিনি বলেন, এই পথে পাকিস্তানি জঙ্গিরা ভারতে প্রবেশ করেছে বলে সন্দেহ করছি।

এর আগে ২০১২ সালে সাম্বা সেক্টরে এবং ২০০৯ সালে আখনূর সেক্টরেও সুড়ঙ্গ খুঁজে পেয়েছিলো ভারত।

বাংলাদেশ সময়: ০:০০:৪৭   ৩৮১ বার পঠিত