রবিবার, ২৭ নভেম্বর ২০১৬
আত্বত্যাগ-আলরিয়ান
Home Page » সাহিত্য » আত্বত্যাগ-আলরিয়ানআমার ভাঙ্গা ঘর না বেধে
বাধব সবার ঘর
সবার সুখই আমার সুখ
সবার হাসিতে ভরবে এ অন্তর।
আমার ঘরের প্রদীপ দিয়ে
জ্বালবো সবার ঘরের আলো
এতেই আমার পরম শান্তি
মন ভরে সবাকে যদি বাসত পারি ভালো।
আমি সবার বন্ধু হলাম
সব ভুলে আজ এ বুকে জড়িয়ে নিলাম।
আমার অর্থ বিলিয়ে দেব
এতিম শিশুদের জন্য
এতেই আমি সর্ব সুখি
আমার জন্ম হবে ধন্য।
আমি সবার আত্বীয় হব
সব মানুষের ভাই
কেহ নয় দূরের,কেহ নয় শত্রু
আছে যত কামার,মুচি,সাধু দরবেশ সাই
আমার কাছে মানুষ সত্য
মুসলিম-হিন্দু-খ্রিষ্ঠান-বৌব্ধ আরো আছে যত্ত।
বাংলাদেশ সময়: ০:১৮:১৩ ৪৫০ বার পঠিত