শুক্রবার, ২৫ নভেম্বর ২০১৬

পাঁচ বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড দিচ্ছে বার কাউন্সিল

Home Page » শিক্ষাঙ্গন » পাঁচ বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড দিচ্ছে বার কাউন্সিল
শুক্রবার, ২৫ নভেম্বর ২০১৬



বঙ্গনিউজঃ পাঁচ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড প্রদান করবে বার কাউন্সিল। প্রথম ধাপে যে পাঁচ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড প্রদান করা হবে সেগুলো হল- আশা ইউনিভার্সিটি, ইস্টার্ন ইউনিভার্সিটি, গ্রীন ইউনিভার্সিটি, মেট্রোপলিটন ইউনিভার্সিটি এবং স্টেট ইউনিভার্সিটি।

বুধবার (২৩ নভেম্বর) আইনজীবীদের সনদ প্রদানকারী প্রতিষ্ঠান ও দেশের আইন পেশার সর্বোচ্চ সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে বার কাউন্সিল সচিব আ.ক.ম জহুরুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বার কাউন্সিলের রেজিস্ট্রেশন কার্ড গ্রহণের জন্য উল্লেখিত সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের আইন শিক্ষার্থিদের ‘নমুনা ফরম’ করতে হবে। এরপর নির্ধারিত তারিখে বার কাউন্সিল অফিস থেকে রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করতে হবে।

পরবর্তীতে অন্যান্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ের (বার কাউন্সিলের চাহিত সকল কাগজপত্র ও তথ্যাদি নির্ধারিত ফরম্যাট অনুযায়ী স্ব স্ব বিশ্ববিদ্যালয় থেকে যথাযথ প্রাপ্তি সাপেক্ষে) শিক্ষার্থীদের ধারাবাহিকভাবে ধাপে ধাপে বার কাউন্সিলের রেজিস্ট্রেশন কার্ড প্রদান করা হবে। এ সম্পর্কে বিস্তারিত যথাসময়ে নোটিশের মাধ্যমে জানানো হবে বলেও বিজ্ঞতিতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:৩১:৫৬   ৩৬২ বার পঠিত