বুধবার, ২৩ নভেম্বর ২০১৬
বাংলাদেশের কড়া প্রতিবাদ, মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব
Home Page » প্রথমপাতা » বাংলাদেশের কড়া প্রতিবাদ, মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলববঙ্গ-নিউজঃ মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের উপর চলমান নির্যাতন ও বাড়ীঘরে অগ্নিসংযোগের ঘটনায় কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। তথ্যটি নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব কামরুল আহসান।আজ বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত মিও মিন্ট থানকে তলব করে এই প্রতিবাদ জানায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মায়ানমারের রাষ্ট্রদূতকে একটি পত্র তুলে দেওয়া হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব কামরুল আহসান বৈঠকে রোহিঙ্গা মুসলমানদের উপর চলমান নির্যাতনে উদ্বেগের কথা জানিয়ে অবিলম্বে তা বন্ধ করার জন্য বলেন।
তবে মায়ানমারের রাষ্ট্রদূতপররাষ্ট্র সচিবের নিকট সংবাদপত্রে প্রকাশিত নির্যাতনের এইসব সংবাদকে বানোয়াট বলে দাবি করেন।
উল্লেখ্য, আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুযায়ী, গত ৯ অক্টোবর থেকে বিগত প্রায় দেড় মাসে মিয়ানমার সেনাবাহিনী অভিযানের নামে কমপক্ষে ৩৫০ জন রোহিঙ্গা মুসলমানকে হত্যা করেছে। ধর্ষণ করা হয়েছে বহুনারীকে। পুড়িয়ে দেয়া হয়েছে অনেক গ্রাম। উত্তর আরাকান এবং মংডু টাউনশিপে বর্তমানে প্রায় ৩০ হাজারের বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছে।
বাংলাদেশ সময়: ১৯:০৮:৪২ ৩২৫ বার পঠিত