শুক্রবার, ১৮ নভেম্বর ২০১৬

সবদলের ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠনের আহ্বান খালেদার

Home Page » জাতীয় » সবদলের ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠনের আহ্বান খালেদার
শুক্রবার, ১৮ নভেম্বর ২০১৬



khaleda-zia-pic.jpgবঙ্গ-নিউজঃ দেশে নিবন্ধিত সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে নিরপেক্ষ নির্বাচন কমিশন পুনর্গঠনের আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। প্রয়োজনে যোগ্য প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের বের করতে সব দল মিলে পাঁচ সদস্য বিশিষ্ট একটি বাছাই কমিটি গঠন করা যেতে পারে বলে মন্তব্য করেন বেগম জিয়া।১৮ই অক্টোবর শুক্রবার বিকালে রাজধানীর একটি হোটেলে বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বেগম জিয়া। তিনি বলেন, ‘দেশের এমন রাজনৈতিক পরিস্থিতিতে সৎ, সাহসী, অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু এবং স্বাধীন নির্বাচন কমিশনের বিকল্প নেই।’ তিনি প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য নির্বাচন কমিশনের যেসব যোগ্যতা থাকা প্রয়োজন সে বিষয়ে আলোকপাত করে।

সংবাদ সম্মেলনে বেগম জিয়া একজন নারীসহ অন্য আরো চারজন কমিশনার নিয়োগের প্রস্তাব দেন। তিনি বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য নির্বাচন কমিশনারদের সকলের কাছে গ্রহণযোগ্য হতে হবে। তাদের হতে হবে সর্বজন শ্রদ্ধেয়, সৎ, অভিজ্ঞতাসম্পন্ন এবং অবশ্যই নিরপেক্ষ।’

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে কমিশনার বাছাই কমিটির কাছে রাজনৈতিক দলগুলো অথবা জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলো দুজন করে কমিশনারের নাম প্রস্তাব করতে পারবেন। পরে বাছাই কমিটি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। চূড়ান্ত বাছাইয়ের পর কেউ যদি দায়িত্ব পালনে রাজি না হন। তাহলে একই পদ্ধতিতে আরেকজনকে বাছাই করা হবে।’

বেগম জিয়া ভোটার তালিকা হালনাগাদ করার কথাও বলেন। তিনি প্রাপ্ত বয়স্ক সকল নাগরিককে জাতীয় ভোটার তালিকায় অন্তর্ভুক্তের পাশাপাশি প্রবাসীদেরও তালিকাভুক্ত করার প্রস্তাব দেন। তিনি বলেন, সকল ভোটকেন্দ্রে ভোটারের ছবিসহ ভোটার তালিকা জোগান দিতে হবে। জাল ভোট রুখে দিতে হবে। কেন্দ্রে সকল দলের এজেন্টকে রেখে ভোট গ্রহণ নিশ্চিত করতে হবে। বিরতি ছাড়াই ভোট গ্রহণ সম্পন্ন করতে হবে এবং ভোট শেষেই কালবিলম্ব না করে গণনার কাজ শুরু করতে হবে। ভোটের সময় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অভিজ্ঞ নির্বাচন পর্যবেক্ষক রাখতে হবে।

সবার আগে বেগম জিয়া নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের তাগিদ দেন। পাশাপাশি নির্বাচনের সময় গ্রহণযোগ্য সহায়ক সরকার গঠনের প্রস্তাবও দেন খালেদা জিয়া। বিষয়টি নিয়ে তিনি আবারো বিস্তারিত আলোচনা করবেন বলে জানান।

বাংলাদেশ সময়: ২৩:৫৪:৩০   ৩৪১ বার পঠিত