শুক্রবার, ১৮ নভেম্বর ২০১৬
আঁধার দিয়ে জোসনার ছলনার স্মান। রাফসানজানী
Home Page » বিনোদন » আঁধার দিয়ে জোসনার ছলনার স্মান। রাফসানজানী
আঁধারে আঁধারে তুমি আঁধারের ও বেড়ি চাঁদ দেখে লাফিওনা ওমন ব্যাপারী, চাঁদ আজি আলো দেবে পূর্ণিমার আবেশে কাল আঁধার থাকিবে তোর দোয়ারের পাশে, প্রেমিকার টানে যে প্রেমিক গায় গান কাল রবেনা অন্ধ প্রেমিকার স্থান।।
যা দিয়ে মন বুঝাই পুখরী হাতে চাঁদ ভেসে যায় তবু মেঘেরি সাথে, জলেতে পড়িলে চাঁদ জল খেলে ঢেউ চোখের জলেতে বাঁধ দেয়নাতো কেহ, আলোই যতই গাক আঁধারের গান আঁধার দিয়ে জোছনার ছলনার স্নান।।
- রাফসানজানী
https://youtu.be/5AU8dHEl1Hw
বাংলাদেশ সময়: ২০:২৭:৪৪ ৫৩৮ বার পঠিত