বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০১৬
গৃহহীন সাঁওতালদের বাড়ি করে দেবে সরকার
Home Page » প্রথমপাতা » গৃহহীন সাঁওতালদের বাড়ি করে দেবে সরকারডিএমপি নিউজ রিপোর্ট: গাইবান্ধার গোবিন্দগঞ্জে যে সব সাঁওতালদের নিজস্ব বাড়ি ঘর নেই তাদের আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে ঘর বাড়ি করে দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ ১৬ নভেম্বও বুধবার দুপুরে সচিবালয়ে ১৬ ডিসেম্বর উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষায় আন্তঃমন্ত্রাণালয় বৈঠক শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী আছাদুজ্জামান খান কামাল এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেছেন কোন সাঁওতাল গৃহহীন থাকবে না। কত জনকে বাড়িঘর নির্মাণ করে দেওয়া হবে সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন ২ টা ১০ টা যাই হোক প্রয়োজন অনুযায়ী ঘরবাড়ি তৈরি করে দেওয়া হবে।
সরকার কবে আশ্রয়ন প্রকল্প করবে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট বিভাগই এ ঘোষনা দেবে। কোথায় ঐসব বাড়ি ঘর তৈরি করা হবে তা সংশ্লিষ্ট দপ্তরকে দেওয়া নির্দেশে বলা আছে।
বাংলাদেশ সময়: ৯:০৩:১৭ ৪১৭ বার পঠিত