বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০১৬

রংপুর রাইডার্সে আসছেন ওয়াটসন-মিলার

Home Page » ক্রিকেট » রংপুর রাইডার্সে আসছেন ওয়াটসন-মিলার
বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০১৬



dd79de85e3a1cf9b0d346198aadf9a7a-582c54c55926a.jpg

বঙ্গনিউজ ডটকম :আইপিএল মাতিয়েছেন ওয়াটসন ও মিলার রিজার্ভ বেঞ্চ তারকায় ভরপুর করছে রংপুর রাইডার্স। বাংলাদেশ প্রিমিয়ার লিগে এবারের আসরে দলটির হয়ে খেলতে আসছেন অস্ট্রেলিয়ান তারকা শেন ওয়াটসন। দলটির মিডিয়া ম্যানেজার এম. এ বাকি নিশ্চিত করেছেন এই তথ্য। ইতোমধ্যেই দলটির হয়ে খেলছেন পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদি।

মূলত প্রতিযোগিতায় নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করতেই তারকাদের ভেড়াচ্ছে রংপুর। যেই তালিকায় রয়েছেন দক্ষিণ আফ্রিকান হার্ডহিটার ডেভিড মিলার। জানা গেছে দুই তারকাই ঢাকা পর্বে খেলবেন।তবে কাল থেকে শুরু হতে যাওয়া বিপিএল-এর চট্টগ্রাম পর্বে খেলবেন পাকিস্তানি ব্যাটসম্যান আনোয়ার আলী।

ওয়াটসনের আসার সময় নিশ্চিত করা না গেলেও মিলার কয়েক দিনের মধ্যেই দলে যোগ দেবেন বলে জানিয়েছে রংপুর রাইডার্স।এর আগে ডেভিড মিলার ২০১২-১৩ মৌসুমে চিটাগং কিংসের হয়ে বিপিএল খেলেছেন।

তবে অস্ট্রেলিয়ান তারকা অলরাউন্ডার ওয়াটসন এখনও বিপিএল-এ খেলেননি। দীর্ঘ দিন বিশ্বের সেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের মুকুট পড়া এই তারকা খেলেছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে।

বাংলাদেশ সময়: ৮:৫৮:০৬   ৩৭০ বার পঠিত