মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০১৬
মেসি: সবকিছু শেষ হয়ে যায়নি, আর্জেন্টিনা ঘুরে দাঁড়াবে
Home Page » খেলা » মেসি: সবকিছু শেষ হয়ে যায়নি, আর্জেন্টিনা ঘুরে দাঁড়াবেচিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের কাছে হারের পর আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি বলেছেন, ‘একটি ম্যাচ পরাজয়ে সবকিছু শেষ হয়ে যায়নি। সামনে আরো অনেক ম্যাচ আছে। আর্জেন্টিনা অবশ্যই ঘুরে দাঁড়াবে। এজন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।’
বাংলাদেশ সময় শুক্রবার ভোরে স্বাগতিক ব্রাজিলের কাছে ৩-০ গোলের ব্যবধানে বিধ্বস্ত হয় আর্জেন্টিনা। আজকের এই ম্যাচে পরাজয়ের ফলে টানা চার ম্যাচ জয়শূন্য থাকলো আর্জেন্টিনা। আর বাছাই পর্বে উত্তর আমেরিকা অঞ্চলে ১০ টি দলের মধ্যে আর্জেন্টিনার অবস্থান ছয়ে। আর শীর্ষে রয়েছে ব্রাজিল। রাশিয়া বিশ্বকাপে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে শীর্ষ চারটি দল সরাসরি বিশ্বকাপের মূলপর্বে খেলবে। পঞ্চম দলটিকে সুযোগ পাবে ওশিয়ানিয়া অঞ্চলের সেরা দলের সঙ্গে প্লে-অফ খেলে। যষ্ঠস্থানে থাকা আর্জেন্টিনা রাশিয়া বিশ্বকাপের টিকিট পাবে কি না সেটা নিয়ে তৈরি হয়েছে বড় ধরনের সংশয়।
ব্রাজিলের সঙ্গে পরাজয়ের পর মেসি বলেন, ‘আজকের পরাজয় আমরা প্রত্যাশা করিনি। প্রথম গোলটি হওয়ার আগ পর্যন্ত ম্যাচটিতে ভালো খেলছিলাম। সমান সমান লড়াই হচ্ছিল। কিন্তু গোলটি হওয়ার পর সবকিছু এলোমেলো হয়ে যায়। সামনে ম্যাচগুলোতে আরো ভালো করতে হবে। মোট কথা একতাবদ্ধ হয়ে লড়াই করতে হবে। রাশিয়ায় যেতে হবে।’
মেসি বলেন, ‘এই ম্যাচটি গত হয়ে গেছে। সামনে কলম্বিয়ার সঙ্গে খেলা। সেই ম্যাচ নিয়েই ভাবছি। জয় ছাড়া অন্যকোন পথ খোলা নেই। আর পয়েন্ট হারানো যাবে না।’
আর্জেন্টাইন কোচ এদগার্দো বাউসা বলেছেন, ‘রাশিয়া বিশ্বকাপের মূলপর্বে যাওয়ার পথ এখনো খোলা। আমরা বিশ্বাস আর্জিন্টিনা পূর্বের যেকোন অবস্থার চাইতেও শক্তিশালী হয়ে ফিরে আসবে।’ বাংলাদেশ সময় আগামী বুধবার ভোর সাড়ে ৫টায় নিজ দেশে কলম্বিয়ার মেসি বাহিনী।
বাংলাদেশ সময়: ৯:৩৫:০৬ ৩৭৬ বার পঠিত