মঙ্গলবার, ১৫ নভেম্বর ২০১৬
দুটি সাবমেরিন হাতে পেলো বাংলাদেশ
Home Page » প্রথমপাতা » দুটি সাবমেরিন হাতে পেলো বাংলাদেশবাংলাদেশ নৌ বাহিনীতে দুইটি চীনা সাবমেরিন যুক্ত করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী এই দুটি সাবমেরিন নৌ বাহিনীতে যুক্ত করা হলো।বাংলাদেশ নৌ বাহিনী কর্তৃপক্ষ জানিয়েছে, আজ চীনে একটি অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে চীনা সাবমেরিন দুটি নৌ বাহিনী প্রধান অ্যাডমিরাল নিজামুদ্দিন আহমেদের কাছে হস্তান্তর করা হয়েছে। এর জন্য বাংলাদেশকে খরচ করতে হয়েছে $২০৩ মিলিয়ন মার্কিন ডলার।
সাবমেরিন দুটি পাওয়া উপলক্ষে নৌ বাহিনী প্রধান অ্যাডমিরাল নিজামুদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ নৌ বাহিনীতে এক নতুন দিগন্তের সূচনা হলো।
উল্লেখ্য, গত বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ নৌ বাহিনী আরও উন্নত ও শক্তিশালী করার লক্ষ্যে দুইটি সাবমেরিন যুক্ত করার কথা ঘোষণা দিয়েছিলেন।
বাংলাদেশ সময়: ৯:১৭:৩৯ ৪২৪ বার পঠিত