শুক্রবার, ১১ নভেম্বর ২০১৬
ট্রাম্প: ওবামা খুবই ভালো মানুষ
Home Page » প্রথমপাতা » ট্রাম্প: ওবামা খুবই ভালো মানুষবঙ্গ-নিউজঃপ্রেসিডেন্ট বারাক ওবামা খুবই ভালো মানুষ বলে মন্তব্য করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজে দুজনের এক সৌজন্য সাক্ষাতের পর ট্রাম্প এ মন্তব্য করেন। এ সময় ভবিষ্যতে প্রেসিডেন্টের দায়িত্ব পালনের ক্ষেত্রে ওবামার পরামর্শ সহায়তা চান ট্রাম্প। ওবামাও তাকে সহযোগিতা করার আশ্বাস দেন।এর আগে আমেরিকার ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানিয়েছিলেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা। তার আমন্ত্রণে সাড়া দিয়ে ওয়াশিংটন ডিসিতে পৌঁছান নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
হোয়াইট হাউজে বিদায়ী প্রেসিডেন্ট ওবামা ট্রাম্পের সাথে ট্রানজিশনের পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে। এছাড়া ক্ষমতা নিয়ে যেকোনো ধরনের আলোচনায় হোয়াইট হাউজে ট্রাম্পকে স্বাগত জানানো হয়।
এছাড়া ট্রাম্পের সাথে হোয়াইট হাউজের স্পিকার পল রায়ান ও সিনেট মেজরিটি লিডার মিচ ম্যাককর্লেনের সাক্ষাত হওয়ারও সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সিএনএন।
সফরে নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ট্রাম্পের সাথে রয়েছেন। এই সফরে বর্তমান ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দেখা করার কথা রয়েছে তার।
৮ নভেম্বরের নির্বাচনে সব ধরনের জরিপ ও অনুমানকে মিথ্যা প্রমাণিত করে যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচিত হওয়ার পরপরই ট্রাম্প ঐক্যের ডাক দিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৩:১০:৩৯ ৩৬৩ বার পঠিত