বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০১৬

ট্রাম্পকে বাংলাদেশে আসার আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

Home Page » প্রথমপাতা » ট্রাম্পকে বাংলাদেশে আসার আমন্ত্রণ প্রধানমন্ত্রীর
বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০১৬



prime-minister-sheikh-hasina.jpgবঙ্গ-নিউজঃ প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পাশাপাশি শেখ হাসিনা ট্রাম্প ও তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে বাংলাদেশ সফরে আসার আমন্ত্রণ জানিয়েছেন।বুধবার দুপুরে ট্রাম্পের জয় নিশ্চিত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প বরাবর একটি অভিনন্দন বার্তা প্রেরণ করেন প্রধানমন্ত্রী। এ সময় ট্রাম্পের জয়ে বাংলাদেশ ও আমেরিকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অভিন্দন বার্তায় প্রধানমন্ত্রী লিখেন, আমেরিকার ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় আপনাকে বাংলাদেশ সরকার ও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে অভিনন্দন। আপনার এই জয় যুক্তরাষ্ট্র ও বিশ্ব মানবতার কল্যাণে ভূমিকা রাখবে আশা করি।

এই জয়ে বাংলাদেশ ও আমেরিকার দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করে শেখ হাসিনা বলেন, একটি নিরাপদ ও সুরক্ষিত বিশ্ব গড়ে তুলতে আমরা আপনার সঙ্গে দ্বিপক্ষীয় ও বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয় সামনে এগিয়ে নিয়ে যেতে উন্মুখ।

এ সময় প্রধানমন্ত্রী সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ কী বিস্ময়কর উন্নতি করেছে তা স্বচক্ষে প্রত্যক্ষ করার জন্য ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্পকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানান।

বাংলাদেশ সময়: ১৮:০৩:০৫   ৩৫৩ বার পঠিত