মঙ্গলবার, ৮ নভেম্বর ২০১৬

লিবিয়ায় ৩৭ বাংলাদেশি আটক

Home Page » প্রথমপাতা » লিবিয়ায় ৩৭ বাংলাদেশি আটক
মঙ্গলবার, ৮ নভেম্বর ২০১৬



বঙ্গ-নিউজ ডটকমঃ

 সোহা্নুর রহমান সোহানঃ 

37bangladeshi.jpgভূ-মধ্যসাগর পাড়ি দিয়ে লিবিয়া থেকে অবৈধভাবে ইতালি যাওয়ার চেষ্টাকালে ৩৭ জন বাংলাদেশিকে আটক করেছে লিবিয়ার কোস্ট গার্ড।

গত রোববার লিবিয়ায় চার বাংলাদেশি মানবপাচারকারীকে গ্রেপ্তার এবং তাদের বন্দিশালা থেকে ৬৫ জন বাংলাদেশিকে উদ্ধারের খবর জানায় দূতাবাস।

মঙ্গলবারের পোস্টে বলা হয়েছে, সম্প্রতি অবৈধভাবে ইতালি যাওয়ার পথে ৩০০ জনকে আটক করে লিবিয়ার ঊপকূল রক্ষা বাহিনী। তাদের মধ্যে ৩৭ জন বাংলাদেশি।

আটকদের লিবিয়ার গারিয়ান শহরের উপকণ্ঠে ‘আল-হামরা’ বন্দি শিবিরে রাখা হয়েছে। দূতাবাসের একটি প্রতিনিধি দল সোমবার সেখানে গিয়ে তাদের সঙ্গে দেখা করে।

আটক বাংলাদেশিদের অধিকাংশই মানবপাচারকারীদের মাধ্যমে অতি সম্প্রতি লিবিয়ায় ঢোকার কথা জানিয়েছেন বলে দূতাবাসের ভাষ্য।

বাংলাদেশ সময়: ২২:৫৫:১৭   ৩৫২ বার পঠিত