রবিবার, ৬ নভেম্বর ২০১৬
নাসিরনগরে প্রশাসনের ভূমিকা নিয়ে হাইকোর্টে রিট
Home Page » জাতীয় » নাসিরনগরে প্রশাসনের ভূমিকা নিয়ে হাইকোর্টে রিটবঙ্গ-নিউজঃ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের মন্দিরে এবং সংখ্যালঘুদের ওপর হামলায় প্রশাসনের ভূমিকা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। স্বরাষ্ট্রসচিব, জনপ্রশাসন সচিব, চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও পুলিশ সুপার, নাসিরনগরের ইউএনও ও ওসিকে বিবাদী করা হয়েছে।
রবিবার (৬ নভেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি করা হয়। পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরসহ সারা দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনাও চেয়ে রিটটি করেছে আইন ও সালিস কেন্দ্র (আসক)।
স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোন কর্তৃত্ব বলে শোভাযাত্রায় অংশ নিলেন ও বক্তব্য দিলেন সে বিষয়েও ব্যাখ্যা জানাতে নির্দেশনা চাওয়া হয়েছে। এছাড়া নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের মন্দির ও ঘরবাড়িতে হামলায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানিয়ে আদালতে প্রতিবেদন দাখিলের আবেদন করা হয়েছে।
ফেসবুকে পোস্ট করা একটি ছবির মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে রবিবার (৩০ অক্টোবর) উপজেলা সদরে অন্তত ১০টি মন্দির এবং শতাধিক বাড়িঘরে হামলা ও ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। তাদের তাণ্ডবে আহত হয় অন্তত ২০ জন। এ ঘটনায় সহস্রাধিক অজ্ঞাত লোককে আসামি করে দুটি মামলা হয়েছে।
এ মামলায় এখন পর্যন্ত ৫৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫:০৫:০৮ ৩২৬ বার পঠিত