শনিবার, ৫ নভেম্বর ২০১৬
নিম্নচাপে উত্তাল সাগর, বন্দরে ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত
Home Page » প্রথমপাতা » নিম্নচাপে উত্তাল সাগর, বন্দরে ৪ নম্বর হুঁশিয়ারি সংকেতবঙ্গ-নিউজঃ বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি এখনো ঘূর্ণিঝড়ে রূপ না নিলেও সামান্য উত্তর দিকে অগ্রসর হয়ে সকাল থেকে রাজধানী ঢাকাসহ সারাদেশে মাঝারি বৃষ্টিপাতের কারণ হয়ে দাঁড়িয়েছে। এছাড়া সাগর উত্তাল থাকায় দেশের চারটি সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেতের পরিবর্তে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।আবহাওয়া অধিদপ্তর বলছে, বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে উত্তাল সাগর। বলা হচ্ছে, নিম্নচাপের কারণে শুক্রবার দক্ষিণাঞ্চলের খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জেলাসহ ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে অস্থায়ী দমকা হাওয়াসহ মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।
দেশব্যাপী বৃষ্টির এই প্রবণতা ৮ নভেম্বর পর্যন্ত বহাল থাকতে পারে। বঙ্গোপসাগরে এই নিম্নচাপটি কেন্দ্রের নিকটবর্তী। ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। বঙ্গোপসাগরের উত্তর দিকে অবস্থান নেওয়া সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি সাবধানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
নিম্নচাপটিতে বৃষ্টি অব্যহত থাকলে এটি সাগরেই দুর্বল হয়ে যেতে পারে। অন্যথায় আগামীকাল রোববার সকাল নাগাদ বরিশাল ও চট্টগ্রামের ওপর দিয়ে ভারী বর্ষণ ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া দুই থেকে তিন ফুট পর্যন্ত জলোচ্ছ্বাসে প্লাবিত হওয়ার সম্ভাবনাও রয়েছে।
বাংলাদেশ সময়: ১৭:৪১:২৬ ১০৮৩ বার পঠিত