বৃহস্পতিবার, ৩ নভেম্বর ২০১৬
নার্গিসের ওপর হামলার চার্জশিট আগামী সপ্তাহে
Home Page » প্রথমপাতা » নার্গিসের ওপর হামলার চার্জশিট আগামী সপ্তাহেবঙ্গ-নিউজঃ সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা আক্তার নার্গিসের ওপর পাশবিক হামলার এক মাস পূর্ণ হল কিন্তু এখনো চার্জশিট দেওয়া হয়নি। তবে আইনশৃঙ্খলা বাহিনী আশ্বস্ত করছেন, হামলাকারী ছাত্রলীগ নেতা বদরুল আলমকে একমাত্র আসামি করে আগামী সপ্তাহেই আদালতে চার্জশিট দাখিল করা হবে। মামলার তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।তদন্ত কর্মকর্তা হারুন-আর-রশিদ জানান, আরো দুই সপ্তাহ আগে চার্জশিট দেওয়ার কথা থাকলেও খাদিজা আক্তার নার্গিসের জবানবন্দির অপেক্ষায় তা বিলম্বিত হয়েছে। নার্গিস এখনো ভালোভাবে কথা বলতে পারছেন না। এ ধরনের একটি ঘটনায় ভিকটিমের জবানবন্দি অত্যন্ত জরুরি। তিনি বলেন, ‘আমরা নার্গিসের কথা শোনার অপেক্ষায় রয়েছি।‘
স্কয়ার হাসপাতালের মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ার বিভাগের অ্যাসোসিয়েট মেডিকেল ডিরেক্টর ডা. মির্জা নাজিমউদ্দিন নার্গিসের শারীরিক অবস্থা সম্পর্কে জানান। তিনি বলেন, ‘নার্গিসের অবস্থা প্রতিনিয়ত ভালোর দিকে যাচ্ছে। নার্গিসের বাম হাত ও মাথার ডান পাশে খুব শিগগিরই অস্ত্রোপচার করা হবে। এজন্য প্রস্তুতি চলছে। আমাদের আন্তরিকতার সবটুকু দিয়ে তাকে সুস্থ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।‘
খাদিজার বাবা মো. মাশুক মিয়া বলেন, ‘আমার মেয়ের অবস্থা আগের চেয়ে ভালো। তবে তার বাম পাশ অনুভূতিহীন। খাদিজার মতো শান্ত-নিরীহ স্বভাবের একটি মেয়ের জীবন যে নরপিচাশ নষ্ট করেছে, তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যাতে আর কোনো বাবাকে আমার মতো কষ্ট পেতে না হয়।’
শাহজালাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজালাল মুন্সী বলেন, ‘ভালোমতো তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই করে আদালতে অভিযোগপত্র দাখিল করতে হয়। অন্যথায় মামলায় হেরে যাওয়ার আশঙ্কা থাকে। এ জন্যই একটু দেরি হচ্ছে।’
বাংলাদেশ সময়: ১৯:৩৬:২৫ ৩২৪ বার পঠিত