মঙ্গলবার, ১ নভেম্বর ২০১৬

৩৭তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ

Home Page » প্রথমপাতা » ৩৭তম বিসিএস প্রিলিমিনারির ফল প্রকাশ
মঙ্গলবার, ১ নভেম্বর ২০১৬



বঙ্গ-নিউজঃ ৩৭তম বিসিএসের প্রাথমিক বাছাই (প্রিলিমিনারি) পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।  এবারই সর্বপ্রথম সবচেয়ে কম সময় অর্থাৎ ১ মাস ১ দিনে বিসিএসের ফল প্রকাশ করা হলো।পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক জানান, মঙ্গলবার সকালে কমিশনের বৈঠকে ফল প্রকাশের সিদ্ধান্ত হয়। এরপর বিকেলেই ফল প্রকাশ হয়। লিখিত পরীক্ষার ফল পরে জানিয়ে দেয়া হবে।

উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর ৩৭তম বিসিএসের প্রাথমিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষায় ২ লাখ ৪৩ হাজার ৪৭৬ জন পরীক্ষার্থী অংশ নেয়। ৮ হাজার ৫২৩ জন পরবর্তী লিখিত পরীক্ষার জন্য যোগ্যতা অর্জন করেছেন।

প্রাথমিক বাছাই পরীক্ষার ফলাফল জানতে টেলিটক মোবাইল থেকে PSC লিখে ৩৭ লিখুন। এরপর স্পেস দিয়ে নিজের রেজিস্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠালেই ফিরতি মেসেজে ফল জানা যাবে।

বাংলাদেশ সময়: ২৩:০৬:০৬   ৩৪৬ বার পঠিত