সোমবার, ৩১ অক্টোবর ২০১৬

ভারত সফরে মিরাজকে ‘ধার’ চেয়েছেন ইংলিশ সমর্থকরা

Home Page » ক্রিকেট » ভারত সফরে মিরাজকে ‘ধার’ চেয়েছেন ইংলিশ সমর্থকরা
সোমবার, ৩১ অক্টোবর ২০১৬



miraj-vs-eng-test.jpgবঙ্গ-নিউজঃ এই পরাজয়ের পর হয়তো ইংল্যান্ড দল কোনদিনও ভুলতে পারবেন না বাংলাদেশ দলের তরুণ ডানহাতি স্পিনার মেহেদি হাসান মিরাজের নাম। উনিশ বছর বয়সী এই তরুণ তুর্কী একাই ধসিয়ে দিয়েছেন ইংল্যান্ড দলের লম্বা ব্যাটিং লাইনআপকে। দুই টেস্ট মিলে নিয়েছেন ১৯ উইকেট। বাংলাদেশ সফরের পরই ভারত সফরে যাচ্ছে ইংল্যান্ড। সেখানেও তাদের যে স্পিনের সামনে অগ্নিপরীক্ষা দিতে হবে সেটা ভালো করেই বুঝতে পারছেন তারা। তাইতো ভারত সফরে কোহলি, রোহিত শর্মাদের ঘায়েল করতে বাংলাদেশের মিরাজকে ধার চাইছেন ইংলিশ সমর্থকরা।

ক্রিকেট ইতিহাসের শুরু থেকেই উপমহাদেশের পিচ স্পিন বান্ধব। বিশ্বের বাঘা বাঘা সব ব্যাটসম্যান এখানে এসে স্পিন বিষে নীল হয়ে যায়। আর সবচেয়ে বেশি স্পিন বান্ধব উইকেট বানাতে পারে ভারত। তাদের দলে আছে বর্তমান বিশ্বের অন্যতম সেরা অফস্পিনার রবি চন্দ অশ্বিন, লেগ স্পিনার অমিত মিশ্র, রবিন্দ্র জাদেজা। কাজেই ভারত সফরে আবারো স্পিন ঘূর্ণির সামনে পড়তে যাচ্ছে কুক-রুটরা এটা সহজেই অনুমেয়। তবে ইংল্যান্ডের সমর্থকরা উল্টো কোহলিদের পরীক্ষা নিতে চাইছে বাংলাদেশের মিরাজকে দিয়ে। যদিও তাদের দলে রয়েছে মঈন আলী, আদিল রশিদের মতো স্পিনার।

রোববার বাংলাদেশের কাছে ১০৮ রানে পরাজয়ের পর ইংল্যান্ড দলের ভেরিফাইড পেজ ‘ইংল্যান্ড ক্রিকেট’ বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়ে লেখে, ‘ইংল্যান্ডের সঙ্গে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জিতে ইতিহাস রচনা করেছে বাংলাদেশ। সেই সঙ্গে সিরিজে সমতা এনেছে ১-১ এ।’ সেই পোস্টের নিচেই একজন সমর্থক (পল ডিলওর্থ) কমেন্টস করেছেন, ‘ঐতিহাসিক জয়ে বাংলাদেশকে অভিনন্দন। আমরা কি মেহেদি হাসানকে ভারত সিরিজের জন্য ধার নিতে পারি। সে ছিল অসাধারণ।’ কমেন্টটিতে লাইক পরেছে হাজারের বেশি। প্রতি উত্তরে অনেকেই মিরাজের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন। একজন সমর্থকতো মজা করে লিখেছেন, ‘অবশ্যই আপনারা ধার নিতে পারেন। তবে সিরিজ শেষে ফেরত দিতে হবে।’

বাংলাদেশ সময়: ১১:৫৮:৩০   ৩৭৫ বার পঠিত