শনিবার, ২৯ অক্টোবর ২০১৬

মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করবেন না : আইনমন্ত্রী

Home Page » জাতীয় » মেয়েদের ভবিষ্যৎ নষ্ট করবেন না : আইনমন্ত্রী
শনিবার, ২৯ অক্টোবর ২০১৬



338.jpgবঙ্গনিউজঃ  কম বয়সী মেয়েদের বিয়ে দিয়ে তাদের ভবিষ্যাৎ নষ্ট করবেন না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। শনিবার দুপুরে রাজধানী মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ডাচ বাংলা ব্যাংকেরে বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বাল্যবিবাহ বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, অভিবাবকদের প্রতি অনুরোধ ১৮ বছরের কম বয়সী মেয়েদের বিয়ে দিবেন না। তাদের ভবিষ্যৎ নষ্ট করবেন না।

আইনমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন টোয়েন্টি ২১ সমানে রখে জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করেছে সরকার। সকলের জন্য শিক্ষা ব্যবস্থা করা আমাদের জাতীয় কর্তব্য।

মন্ত্রী বলেন, ডাচ বাংলার বৃত্তি প্রদানকে স্বাগত জানাই। সরকারের পাশাপাশি শিক্ষাখাতকে এগিয়ে নিতে ডাচ বাংলা ব্যাংকের মতো আরো বিভিন্ন প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

আনিসুল হক বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিক্ষায় দেশ অনেক দূর এগিয়েছে। তবে দেশের অর্ধেক জনগোষ্ঠীকে (নারী) বঞ্চিত রেখে দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করা সম্ভব নয়।

বৃত্তিপ্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কানাডার রাষ্ট্রদূত বেনওয়া পিয়ের লাঘামে এবং ব্যাংকের চেয়ারম্যান সায়েম আহমেদ।

বাংলাদেশ সময়: ১৬:৩১:২৪   ৪৮৭ বার পঠিত