শুক্রবার, ২৮ অক্টোবর ২০১৬
পদ্মা সেতুর অগ্রগতি ৩৯ ভাগ: সেতুমন্ত্রী
Home Page » জাতীয় » পদ্মা সেতুর অগ্রগতি ৩৯ ভাগ: সেতুমন্ত্রী
বঙ্গনিউজঃ পদ্মা সেতুর নির্মাণকাজের সার্বিক অগ্রগতি ৩৯ ভাগ হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।শুক্রবার মুন্সীগঞ্জের শ্রীনগরের দোগাছি এলাকায় পদ্মা সেতু সার্ভিস এরিয়ার সভাকক্ষে সাংবাদিকদের এ কথা বলেন সেতুমন্ত্রী।
পদ্মা সেতু নির্মাণে জনগণের অবদান প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, “জনগণের স্যাক্রিফাইস (আত্মত্যাগ) এই পদ্মা সেতু নির্মাণের সঙ্গে মিশে থাকবে।”
নীরবে পদ্মা সেতুর কাজ চলছে জানিয়ে মন্ত্রী বলেন, “কোনো উচ্ছ্বাস আমরা এ জন্য দেখাচ্ছি না। নীরবে কাজ করে যাচ্ছি। কাজ চলছে ২৪ ঘণ্টা। কিন্তু আমরা এখানে খুব একটা উচ্ছ্বাস, খুব একটা এ নিয়ে মাতামাতি করার বিষয়টিকে আমরা এড়িয়ে চলছি।”
সেতুমন্ত্রী বলেন, “যাক, আজকে আমি এখানে এসে, আমাদের এখানে আমি আপনাদেরকে আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের পদ্মা সেতুর সর্বশেষ অগ্রগতি, সার্বিক অগ্রগতি এই মুহূর্তে থার্টি নাইন পারসেন্ট (৩৯ শতাংশ)। শতকরা ৩৯ ভাগ।”
আগামী তিন মাসের মধ্যে প্রথম স্প্যানটি বসে যাবে। ১৫ দিন পরপর বাকি স্প্যানগুলো বসতে থাকবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৯:০৭:১৪ ৪৩৮ বার পঠিত