বুধবার, ২৬ অক্টোবর ২০১৬
চলতি বছরেই নৌবাহিনীর বহরে দু’টি সাবমেরিন যুক্ত হবে
Home Page » জাতীয় » চলতি বছরেই নৌবাহিনীর বহরে দু’টি সাবমেরিন যুক্ত হবেবঙ্গনিউজঃ বাংলাদেশ নৌবাহিনীর বহরে চলতি বছরেই দু’টি সাবমেরিন যুক্ত হবে। রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে মঙ্গলবার বিকালে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎকালে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ এ বিষয়ে জানিয়েছেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন এ তথ্য জানান।
নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ বলেন, ‘সাবমেরিনগুলো শিগগিরই বাংলাদেশে এসে পৌঁছাবে। নৌবাহিনীর ফ্রিগেট-এর নির্মাণ প্রক্রিয়াধীন রয়েছ।’ তিনি বলেন, ‘ফোর্সেস গোল-২০৩০ অনুসারে নৌবাহিনীর উন্নয়ন কর্মকাণ্ড চলছে।’ এছাড়া নৌবাহিনীর ভবিষ্যৎ উন্নয়ন কর্মসূচিসহ সার্বিক কার্যক্রম রাষ্ট্রপতিকে জানান।
নৌবাহিনী প্রধান আগামী ৮ নভেম্বর বাংলাদেশ নৌবাহিনীর বিএনএস ঈশা খাঁ-তে অনুষ্ঠিতব্য ‘ন্যাশনাল স্ট্যান্ডার্ড কনফারমেন্ট’ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানান।
বৈঠককালে রাষ্ট্রপতি আবদুল হামিদ সামুদ্রিক সম্পদ ও দেশের সমুদ্রসীমা রক্ষায় আরও তৎপর হওয়ার জন্য নৌবাহিনীকে নির্দেশ দেন। রাষ্ট্রপতি‘ব্লু ইকোনমি’র বিপুল সম্ভাবনাকে কাজে লাগাতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্য নৌবাহিনী প্রধানকে নির্দেশ দেন।
রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরা এ সময় উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১০:২৩:৪৭ ৩৫১ বার পঠিত