সোমবার, ২৪ অক্টোবর ২০১৬
আগামী নির্বাচনে দলকে সংগঠিত করাই মূল চ্যালেঞ্জ
Home Page » এক্সক্লুসিভ » আগামী নির্বাচনে দলকে সংগঠিত করাই মূল চ্যালেঞ্জবঙ্গনিউজঃ আগামী নির্বাচনের জন্য দলকে সংগঠিত করে সামনে এগিয়ে যাওয়াই বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন সরকারের কয়েকজন মন্ত্রী। সোমবার সচিবালয়ে মন্ত্রীপরিষদের সভা শেষে বের হওয়ার সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন কয়েকজন মন্ত্রী। তাদের মধ্যে রয়েছেন- শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
মন্ত্রীরা বলেন, ‘দলকে সংগঠিত করার চ্যালেঞ্জকে মাথায় রেখেই আওয়ামী লীগের ২০তম সম্মেলনে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়েছে। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের দল। এ দলের কাছে জনগণের প্রত্যাশা অনেক। সে প্রত্যাশা পূরণ করতে ২০২১ সালের মধ্যে মধ্য আয়ের ও ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হিসেবে বাংলাদেশকে বিশ্বের দরবারে হাজির করার লক্ষ্যেই আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলেছে।’
মন্ত্রীরা আরও বলেন, ‘এগুলোই নতুন সাধারণ সম্পাদকের জন্য চ্যালেঞ্জ। তবে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য আমরা তাকে সর্বাত্মক সহযোগিতা করবো। নতুন নেতৃত্বে দলের গতি বাড়াতে এ নতুন কমিটি মাঠে কাজ করবে। জনগণকে উদ্বুদ্ধ করবে।’
বাংলাদেশ সময়: ১৪:১২:৩৯ ৩৯৮ বার পঠিত