রবিবার, ২৩ অক্টোবর ২০১৬

সাব্বিরকে চাপে ফেলতে চান ব্রড

Home Page » ক্রিকেট » সাব্বিরকে চাপে ফেলতে চান ব্রড
রবিবার, ২৩ অক্টোবর ২০১৬



715.jpg
বঙ্গনিউজঃ রাতটা যে খুব একটা ভালো কাটবে না ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রডের- চট্টগ্রামে প্রথম টেস্টের চতুর্থ দিন শেষে এ কথা জানিয়ে গেছেন তিনি নিজেই। সঙ্গে এটিও জানাতে ভুলেননি যে জয়ের জন্য মুখিয়ে আছে ইংল্যান্ড।

দিনের খেলা সম্পর্কে স্টুয়ার্ট ব্রডের ব্যাখা, ‘ম্যাচটা আজকেই শেষ করতে পারলে ভালো হতো। সারাদিন যথেষ্ট চাপ গেছে। কাল সকালে সতেজ হয়েই ফিরবো। গত কয়েকদিনে প্রথম ঘন্টায় বেশকিছু উইকেট পড়েছে, আমাদের কাজ হচ্ছে আমরা যাতে মানসিক দৃঢ়তা না হারাই। আমাদের দরকার দুটি ভালো বল। পিচে টার্ন আছে, আর যদি আমরা রিভার্স সুইংটা আনতে পারি, তবে তো আরও ভালো।’

জয়ের জন্য মুখিয়ে থাকলেও বাংলাদেশের পারফরম্যান্সের ঠিকই প্রশংসা করেছেন তিনি, ‘বাংলাদেশ তাদের পারফরম্যান্স নিয়ে গর্ব করতে পারে, এতে কোনও সন্দেহ নেই। বাংলাদেশ চমৎকার খেলেছে, আর আমার মনে হয় আমার খেলা সেরা পাঁচটি টেস্টের মধ্যে এটি একটি। ৯৯টি টেস্ট খেলেছি আমি, কঠিন এই পরিস্থিতিটা নিশ্চয় সামাল দিতে পারবো রাতে।’ সঙ্গে যোগ করলেন, ‘কাল কি হবে, তা বলা অনেক কঠিন। এটি হতে পারে দুটি ভালো বল অথবা কোনও ব্যটসম্যানের একটি ভালো ইনিংস। আর এখানেই টেস্ট ক্রিকেটের মাহাত্ম্য।’

নিজ কষ্টের কথাও উঠে এসেছে এর পর, ‘পেস বোলারদের জন্য এখানে বল করাটা কষ্টের। এই জায়গাটা তো আর ট্রেন্ট ব্রিজ নয়। এখানে চিন্তাধারাটাও ভিন্ন। এখানে ব্যাটসম্যনকে বেঁধে রেখে স্পিনারদের জন্য চাপ তৈরির ক্ষেত্র তৈরি করতে হয়। তাকিয়ে থাকতে হয় কখন রিভার্স সুইং পাবো, অপেক্ষা করতে হয় কখন আমার সময় আসবে তার জন্য। আমরা আমাদের দক্ষতা দিয়ে ম্যাচে টিকে আছি, ছয় বছর পর এখানে খেলছি আমরা। কাল কেউ খুশি হবে, কেউ কষ্ট পাবে, ম্যাচ ড্র হবে না।’

স্লেজিংয়ের প্রসঙ্গটা আমলে নেননি ব্রড, ‘যখন দুটি দেশের মাঝে খেলা হয় আর খেলোয়াড়রা করে দেশের প্রতিনিধত্ব, তখন আত্মসম্মান বোধটা কাজ করে খুব, তাই মাঝে মধ্যে স্লেজিং হয়। তবে আমরা খেলছি একেবারে খেলোয়াড়ি পরিবেশে। এখানে কোনও কিছুই সীমা অতিক্রম করেনি।’

সাব্বিরের প্রশংসা করতেও ভুলেননি ব্রড, ‘সাব্বির দারুণ খেলেছে, মুশফিকের সঙ্গে তার জুটিটা ছিল খুবই কার্যকরী। তার বডি ল্যাঙ্গুয়েজ আমার ভালো লেগেছে, ও সারাদিন অনেক চাপ নিয়েছে। তবে এটিও সত্যি যে কাল আমরা তাকে কঠিন চাপে ফেলবো।’

বাংলাদেশ সময়: ২০:৩২:২৯   ৩৩৫ বার পঠিত