শনিবার, ২২ অক্টোবর ২০১৬

রোগনির্ণয়ে কম্পিউটার নয়, চিকিৎসকেরাই এগিয়ে

Home Page » এক্সক্লুসিভ » রোগনির্ণয়ে কম্পিউটার নয়, চিকিৎসকেরাই এগিয়ে
শনিবার, ২২ অক্টোবর ২০১৬



সফটওয়্যারের মাধ্যমে রোগ নির্ণয় করা যায়।

বঙ্গ-নিউজঃ স্বাস্থ্যবিষয়ক নানা অ্যাপ, ট্র্যাকার সফটওয়্যার ও আধুনিক অনেক প্রযুক্তি বের হওয়ার পরও রোগনির্ণয়ে চিকিৎসকেরাই এগিয়ে আছেন। সম্প্রতি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।
‘জেএএমএ ইন্টারনাল মেডিসিন’ সাময়িকীতে প্রকাশিত হয়েছে এই গবেষণা-সংক্রান্ত নিবন্ধ।
হার্ভার্ড মেডিকেল স্কুলের করা এক গবেষণায় ২৩৪ জন চিকিৎসককে ৪৫ কেস স্টাডি পর্যবেক্ষণ করে রোগ নির্ণয় করতে বলা হয়। এ ক্ষেত্রে রোগের পরিচিত-অপরিচিত নানা উপসর্গ ও তীব্রতার বিভিন্ন মাত্রা তাদের জানানো হয়। প্রতিটি ক্ষেত্রে ২০ জন চিকিৎসক রোগ নির্ণয় করেন। এরপর বহুল ব্যবহৃত ২৩টি স্বাস্থ্যবিষয়ক অ্যাপ ব্যবহার করে ওই চিকিৎসকদের পাওয়া ফলের সঙ্গে তুলনা করা হয়।
গবেষণায় দেখা গেছে, রোগনির্ণয়ে অ্যাপ বা সফটওয়্যারের তুলনায় ওই চিকিৎসকেরাই ভালো করেছেন। চিকিৎসকদের ক্ষেত্রে নিখুঁত রোগনির্ণয়ের হার ৭২ শতাংশ আর অ্যাপের ক্ষেত্রে এ হার ৩৪ শতাংশ। সম্ভাব্য তিনটি রোগের মধ্যে নিখুঁতভাবে রোগনির্ণয়ের ক্ষেত্রে চিকিৎসকের সফলতা ৮৪ শতাংশ আর অ্যাপের ৫১ শতাংশ।

বাংলাদেশ সময়: ৮:২৭:১৮   ৩৬৩ বার পঠিত