বুধবার, ১৯ অক্টোবর ২০১৬

টেন্ডরবাজি বন্ধ, চালু হয়েছে ইজিপি: প্রধানমন্ত্রী

Home Page » আজকের সকল পত্রিকা » টেন্ডরবাজি বন্ধ, চালু হয়েছে ইজিপি: প্রধানমন্ত্রী
বুধবার, ১৯ অক্টোবর ২০১৬



426.jpg
বঙ্গনিউজঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “টেন্ডরবাজি বন্ধ হয়েছে, চালু হয়েছে ইজিপি।”

ডিজিটাল ওয়াল্ড-২০১৬ কনফারেন্সে বুধবার বেলা পৌনে ১২টার দিকে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় এ কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, “২০১৭ সালে সারাদেশে ফোরজি চালু হবে।”

ডিজিটাল ওর্য়াল্ড ২০১৬ শুরু

তিন দিনব্যাপী দেশের সবচেয়ে বড় ডিজিটাল মেলা ‘ডিজিটাল ওর্য়াল্ড ২০১৬’ শুরু হয়েছে আজ বুধবার থেকে। ডিজিটাল বিষয়ক নতুনত্ব ও অভিনত্ব বিষয়ে ধারনা ও জ্ঞান বিনিময়ের জন্য এই মেলা।

আইসিটি বিভাগ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, বাংলাদেশ এসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস এবং এটুআই কর্মসূচি যৌথভাবে এই মেলার আয়োজন করেছে।

মেলায় সরকারি আইসিটি সেক্টরের নীতি নির্ধারকগনসহ সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিগণ অংশ নিয়েছেন।
সাতটি দেশের ৭ জন মন্ত্রী আইসিটি সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সম্মেলনে যোগ দিয়েছেন।

৪৩টি বিশ্ব বিখ্যাত আইসিটি কোম্পানি, ২শত বক্তা মেলায় অংশ নেন।

বিশ্বের নামকরা আইসিটি কোম্পানীর মধ্যে মাইক্রোসফট, ফেসবুক, বিশ্ব ব্যাংক, জেডটিই, হুয়াই কোম্পানী মেলায় অংশ নেয়।

ভিশন ২০২১ কে সামনে রখে মেলায় ১২ সেমিনার, আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত হবে। এছাড়া আইটি ক্যারিয়ার মেলা, সফট এক্সপো, মোবাইল এক্সপো, ই-কমার্স ও বিজিনেস প্রসেস আউটসোসিং কর্মসূচি থাকবে।

বাংলাদেশ সময়: ১৩:১২:০৬   ৩৪৯ বার পঠিত