মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০১৬
বেসরকারি মেডিক্যালে আসন সংখ্যা বাড়বে না
Home Page » আজকের সকল পত্রিকা » বেসরকারি মেডিক্যালে আসন সংখ্যা বাড়বে না
বঙ্গনিউজঃ এমবিবিএস ও বিডিএস কোর্সে আগামী শিক্ষাবর্ষে কোনও বেসরকারি মেডিক্যাল কলেজে আসন সংখ্যা বাড়ানো হবে না। ২০১৫-১৬ শিক্ষাবর্ষে অনুমোদিত আসন সংখ্যার অতিরিক্ত ভর্তিকৃত শিক্ষার্থীর নিবন্ধন বাতিল করা হবে।
মঙ্গলবার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে বেসরকারি মেডিক্যাল কলেজ নীতিমালাসংক্রান্ত সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এতে সভাপতিত্ব করেন।
আগামীতে আসন বাড়ানোর জন্য বেসরকারি মেডিক্যাল কলেজগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে পরিদর্শনের পর স্বাস্থ্য মন্ত্রণালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল যৌথভাবে সিদ্ধান্ত নেবে। এই সিদ্ধান্ত কঠোরভাবে বাস্তবায়নের জন্য স্বাস্থ্যমন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে বলেন, এর ব্যত্যয় ঘটালে অতিরিক্ত শিক্ষার্থীদের নিবন্ধন করা হবে না।
এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে মেডি্যিাল কলেজের আসন সংখ্যা সম্পর্কে তথ্য সংগ্রহের পর ভর্তি প্রক্রিয়া শুরু করার জন্য সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি স্বাস্থ্যমন্ত্রী আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তিনি সব বেসরকারি মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষকে অভিভাবক ও শিক্ষার্থীদের প্রতি আসন অনুমোদনসংক্রান্ত সঠিক তথ্য সরবরাহ করার জন্যেও আহ্বান জানান।
সভায় স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, সচিব সৈয়দ মনজুরুল ইসলাম, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, বিএমএ মহাসচিব অধ্যাপক ডা. ইকবাল আর্সলান, বিএমডিসি’র সভাপতি অধ্যাপক ডা. শহীদুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা শিক্ষা অনুষদের ডীন অধ্যাপক ডা. ইসমাইল খানসহ মন্ত্রণালয়, অধিদপ্তর এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২৩:০০:৫০ ৩৩২ বার পঠিত