রবিবার, ১৬ অক্টোবর ২০১৬
মাস্কাটে ফ্লাইট শুরু করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স
Home Page » আজকের সকল পত্রিকা » মাস্কাটে ফ্লাইট শুরু করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স
বঙ্গ-নিউজঃ ওমানের রাজধানী মাস্কাটে ঢাকা ও চট্টগ্রাম থেকে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। বিমানবহরে নতুন যুক্ত হওয়া বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে সপ্তাহে চারদিন ঢাকা থেকে এবং দুদিন বন্দর নগরী চট্টগ্রাম থেকে মাস্কাট রুটে ফ্লাইট পরিচালিত হবে।
রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তি ইউএস-বাংলা এয়ারলাইন্স জানায়, ঢাকা-মাস্কাট রুটে ওয়ান ওয়ের জন্য সর্বনিন্ম ভাড়া ২০ হাজার ৫৬৫ টাকা এবং রিটার্ন ভাড়া ৩৮ হাজার ৬০৭ টাকা নির্ধারণ করা হয়েছে। চট্টগ্রাম-মাস্কাট রুটে ওয়ান ওয়ের জন্য সর্বনিন্ম ভাড়া ২৩ হাজার ৬৮৫ টাকা এবং রিটার্ন ভাড়া ৪০ হাজার ৫৫১ টাকা নির্ধারণ করা হয়েছে। ভাড়ায় সব ধরনের ট্যাক্স ও সারচার্জ অন্তর্ভুক্ত। প্রাথমিকভাবে সপ্তাহে দুটি ফ্লাইট ঢাকা থেকে যথাক্রমে রবি ও শুক্রবার রাত ১০টা ৪৫ মিনিটে এবং দুটি ফ্লাইট মঙ্গল ও বৃহস্পতিবার রাত ৮টা ৪৫ মিনিটে মাস্কাটের উদ্দেশে ছেড়ে যাবে এবং মাস্কাটে স্থানীয় সময় রাত ২টায় পৌঁছাবে।
এছাড়া সপ্তাহে দুটি ফ্লাইট চট্টগ্রাম থেকে যথাক্রমে মঙ্গল ও বৃহস্পতিবার রাত ১০টা ১৫ মিনিটে মাস্কাটের উদ্দেশে ছেড়ে যাবে এবং মাস্কাটে স্থানীয় সময় রাত ২টায় পৌঁছাবে।
ইউএস-বাংলা এয়ারলাইন্স লিমিটেডের ডিজিএম কামরুল ইসলাম জানান, ঢাকা-মাস্কাট-ঢাকা ও চট্টগ্রাম-মাস্কাট-চট্টগ্রাম রুটে ১৫৮ সিটের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালিত হবে। নতুন যুক্ত হওয়া বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট ৮টি বিজনেস ক্লাস, ১৫০টি প্রিমিয়াম ইকোনমি ও ইকোনমি ক্লাস এর আসন ব্যবস্থা রয়েছে। স্বল্প সময়ের মধ্যে কলকাতা, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, গুয়াংজু, দোহা রুটে ফ্লাইট পরিচালনা শুরু করতে হবে। এ মাসের শেষ সপ্তাহে এবং চলতি বছরের ডিসেম্বরের মধ্যে আরও দুটি বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট ইউএস-বাংলা এয়ালাইন্সের বিমান বহরে যুক্ত করতে যাচ্ছে।
বাংলাদেশ সময়: ১৫:৪০:২৬ ৪১৩ বার পঠিত