শনিবার, ১৫ অক্টোবর ২০১৬
‘চীন এদেশের জনগণের পাশে সে বার্তা দিয়েছেন প্রেসিডেন্ট’
Home Page » আজকের সকল পত্রিকা » ‘চীন এদেশের জনগণের পাশে সে বার্তা দিয়েছেন প্রেসিডেন্ট’
বঙ্গ-নিউজঃ চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর বাংলাদেশ সফর অনেক গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন। তিনি বলেছেন, চীনের প্রেসিডেন্টের সফরের মধ্য দিয়ে এই বার্তা দিয়ে গেছেন যেকোনো সংকটে তারা বাংলাদেশের জনগণের পাশেই আছে।
শনিবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলানায়তনে ‘চীনের প্রেসিডেন্টের বাংলাদেশ সফর ভূ-আঞ্চলিক রাজনীতির নতুন বার্তা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আলোচনা সভার আয়োজন করে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।
মোশারফ হোসেন বলেন, ‘বর্তমান প্রেক্ষাপটে তিনি (চীন প্রেসিডেন্ট) ভূ-রাজনীতি বিষয়ে যে ইঙ্গিত দিয়েছেন সেটা খুবই অর্থবহ। চীনের রাষ্ট্রপতির এ সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
‘আমরা আধিপত্যবাদের শিকার’ উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘৫৪টি নদীর পানির ন্যায্য হিস্যা থেকে আমরা বঞ্চিত, এটা চেয়ে নেয়ার কথা নয়। অথচ চীনের নীতি সব সময় আধিপত্যবাদের বিরুদ্ধে, তারা সব সময় শান্তির পক্ষে অবস্থান নেয়।’
মোশাররফ বলেন, ‘উপমহাদেশে নানা রকম অশান্তি ও ষড়যন্ত্রের পাঁয়তারার চেষ্টা চলছে, সেক্ষেত্রে বাংলাদেশের ভূ-রাজনীতির বিষয়টি গুরুত্ব দিয়ে জনগণের সঙ্গে সম্পর্কের ওপর গুরুত্বারোপ করেছেন।’
এশিয়ান হাইওয়ের প্রস্তাব বিএনপিই করেছিল উল্লেখ করে দলটির এ নেতা বলেন, ‘এশিয়ান হাইওয়ের প্রস্তাব আমাদের সরকার থাকাকালেই দেয়া হয়েছিল। সেটা বাংলাদেশের ওপর দিয়ে চট্টগ্রাম হয়ে কক্সবাজার থেকে মাত্র ৩৭ কিলোমিটার নতুন রাস্তা করে মিয়ানমারের হাইওয়ের সঙ্গে যুক্ত হবে। এটি থাইল্যান্ডের সঙ্গে যুক্ত হয়ে পুরো এশিয়ার সঙ্গে কানেক্টিভিটি হয়ে যায়। এ লক্ষ্যে কাজও করে যাচ্ছিলাম। কিন্তু আমাদের ক্ষমতা না থাকায় আর সেটা বাস্তবায়ন সম্ভব হয়নি।’
চীনের সঙ্গে বাংলাদেশের চুক্তি সম্পর্কে বিএনপি নেতা বলেন, ‘জানতে পেরেছি দুই দেশের মধ্যে প্রায় ২৭টি চুক্তি হয়েছে। আশা করি, এসব চুক্তি দু’দেশের স্বার্থ রক্ষা ও উন্নয়ন, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় হবে। সেটারই বাস্তাবায়ন আমরা চাই।’
জাগপার সভাপতি শফিউল আলম প্রধানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, জাপপা সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমানসহ দলটির অন্যান্যের নেতাকর্মীরা।
বাংলাদেশ সময়: ২২:০৩:৩২ ৩৮২ বার পঠিত