শনিবার, ১৫ অক্টোবর ২০১৬
১৩৭ রানে থামল ইংল্যান্ডের ইনিংস
Home Page » ক্রিকেট » ১৩৭ রানে থামল ইংল্যান্ডের ইনিংস
বঙ্গ-নিউজঃ বিসিবি একাদশের বিরুদ্ধে দুই দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম ইনিংসে ৪৫ ওভারে ৩ উইকেটে ১৩৭ রান করেছে ইংল্যান্ড একাদশ।
শনিবার সকালে টসে জিতে ব্যাটিংয়ে নামে ইংলিশরা।
দুই উদ্বোধনী ব্যাটসম্যান হাসিব হামিদ ও বেন ডাকেট ১৮ ওভার পর্যন্ত অবিচ্ছিন্ন থেকে ৭৫ রানের জুটি গড়েন। আহত হয়ে অবসর নেয়ার আগে ৬ বাউন্ডারিতে ৫৯ রান করেন ডাকেট। অপর উদ্বোধনী ব্যাটসম্যান হাসিব হামিদ ১৬ রান করে সাব্বিরের বলে উইকেট কিপার নুরুল হাসানের হাতে কট বিহাইন্ড হন। জো রুট মাত্র ২ রান করে সাব্বিরের বলে এলবিডব্লিউ‘র ফাঁদে পড়ে আউট হন। গ্যারি ব্যালেন্স ২৭ রানে জনি বেয়ারস্টো ২ রানে অপরাজিত ছিলেন।
বাংলাদেশের ৮ জন বোলার হাত ঘুরিয়েছেন। এদের মধ্যে সাফল্য পেয়েছেন শুধু সাব্বির। ৯ ওভার বোলিং করে ২৭ রান খরচায় ২ উইকেট লাভ করেন তিনি।
বৃষ্টির জন্য মাঠ অনুপযুক্ত থাকায় শুক্রবার দুইদিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। শনিবার দ্বিতীয় ও শেষ দিনে উভয় দল ৪৫ ওভার করে খেলার সুযোগ পাচ্ছে।
বিসিবি একাদশ : সৌম্য সরকার, শাহরিয়ার নাফীস, নাজমুল হোসেন শান্ত, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, শুভাগত হোম চৌধুরী, কাজী নুরুল হাসান, মো. রুবেল হোসেন, কামরুল ইসলাম রাব্বী, আবু জায়েদ রাহী, ইবাদত হোসাইন।
ইংল্যান্ড একাদশ : হাসিব হামীদ, বেন ডাকেট, জো রুট, গ্যারি ব্যালেন্স, মঈন আলী, জনি বেয়ারটসো, জাফর আনসারি, আদিল রশিদ, গ্যারেট বেটি, স্টুয়ার্ট ব্রড, স্টিভেন ফিন।
বাংলাদেশ সময়: ১৬:২৫:০৯ ৩৮৭ বার পঠিত