শুক্রবার, ১৪ অক্টোবর ২০১৬

ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষেই থাকছে আর্জেন্টিনা

Home Page » খেলা » ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষেই থাকছে আর্জেন্টিনা
শুক্রবার, ১৪ অক্টোবর ২০১৬



01ranking.jpgচলতি মাসে বিশ্বকাপ বাছাইপর্বের দুই ম্যাচের একটিতে ড্র আর অন্যটিতে হারলেও ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষেই থাকছে আর্জেন্টিনা।আগামী বৃহস্পতিবার পরবর্তী ফিফা র‌্যাঙ্কিং প্রকাশ করা হবে।

গত সপ্তাহে পেরুর মাঠে ২-২ গোলে ড্র করে লিওনেল মেসিকে ছাড়া খেলতে নামা আর্জেন্টিনা। পরের ম্যাচে নিজেদের মাঠে প্যারাগুয়ের কাছে ১-০ গোলে হেরে যায় এদগার্দো বাউসার দল।

ফিফা র‌্যাঙ্কিং টেবিলে বেশ এগিয়ে থাকায় শীর্ষস্থান হারাতে হয়নি আর্জেন্টিনাকে। তবে পেরু ও প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দুটির পর তাদের ২৭৭ পয়েন্টের লিড কমে ১৫৬ হয়ে যাচ্ছে।

চেক প্রজাতন্ত্র ও নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষে জেতা জার্মানি এক ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠে আসবে। বলিভিয়া ও ভেনেজুয়েলাকে হারানো ব্রাজিল দুই বছরের মধ্যে প্রথমবারের মতো শীর্ষ তিনে ফিরবে।

বসনিয়া ও হার্জেগোভিনা আর জিব্রাল্টারের বিপক্ষে বড় জয় পেলেও দুই ধাপ পিছিয়ে চতুর্থ স্থানে নেমে যাবে বেলজিয়াম।

শীর্ষ ২০টি অবস্থানের বাকি জায়গাগুলোয় খুব বেশি পরিবর্তন হচ্ছে না। ২০১৬ ইউরোর ফাইনালিস্ট ফ্রান্স পর্তুগালকে সরিয়ে সপ্তম স্থানে উঠে আসবে। চ্যাম্পিয়ন পর্তুগাল নেমে যাবে ৮ নম্বরে। ওয়েলসকে সরিয়ে আবার শীর্ষ দশে ফিরবে স্পেন। আর এক ধাপ নেমে একাদশ স্থানে চলে যাবে ওয়েলস।

বিশ্বকাপ বাছাইপর্বে দুটি ম্যাচের একটিতে জিতলেও ২৪তম স্থান থেকে ২০ নম্বরে উঠে আসছে নেদারল্যান্ডস।

ফিফা র‌্যাংঙ্কিংয়ে শীর্ষ ২০ দল:

১. আর্জেন্টিনা

২. জার্মানি

৩. ব্রাজিল

৪. বেলজিয়াম

৫. কলম্বিয়া

৬. চিলি

৭. ফ্রান্স

৮. পর্তুগাল

৯. উরুগুয়ে

১০. স্পেন

১১. ওয়েলস

১২. ইংল্যান্ড

১৩. ইতালি

১৪. সুইজারল্যান্ড

১৫. পোল্যান্ড

১৬. ক্রোয়েশিয়া

১৭. মেক্সিকো

১৮. কোস্টা রিকা

১৯. একুয়েডর

২০. নেদারল্যান্ডস

বাংলাদেশ সময়: ১০:৩৭:৩৯   ৩৯৫ বার পঠিত