বুধবার, ১২ অক্টোবর ২০১৬

সুস্থ হয়ে উঠছেন নার্গিস, সরানো হবে লাইফ সাপোর্ট

Home Page » প্রথমপাতা » সুস্থ হয়ে উঠছেন নার্গিস, সরানো হবে লাইফ সাপোর্ট
বুধবার, ১২ অক্টোবর ২০১৬



138.jpg
বঙ্গ-নিউজঃসিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা বদরুলের চাপাতির আঘাতে গুরুতর আহত সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিস ক্রমেই সুস্থ হয়ে উঠছেন। চিকিৎসকরা বলছেন, নার্গিস খুব দ্রুত সেরে উঠছেন। শিগগিরই সরিয়ে ফেলা হবে লাইফ সাপোর্ট।

১২ অক্টোবর, বুধবার নার্গিসের পরিবারের সদস্যরা জানান, ডাক্তাররা বলেছেন নার্গিস অবস্থার অনেক উন্নতি হয়েছে। নার্গিস যেন স্বাভাবিকভাবে শ্বাস-প্রশ্বাস নিতে পারে এজন্য ওর শ্বাসনালিতে ছোট একটি অস্ত্রোপচার করা হয়েছে। শ্বাস-প্রশ্বাস নিতে পারলে তাকে দ্রুতই লাইফ সাপোর্ট থেকে সরানো হবে।

গত তিন অক্টোবর সোমবার বিকেলে দ্বিতীয় বর্ষের পরীক্ষা দিয়ে এমসি কলেজ থেকে বেরিয়ে আসার সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম। এরপর থেকেই রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউ-তে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন আছেন খাদিজা আক্তার নার্গিস।

স্কয়ার হাসপাতালের মেডিসিন বিভাগের অ্যাসোসিয়েট মেডিকেল ডিরেক্টর ডা. মির্জা নাজিমউদ্দিন গণমাধ্যমকে জানান, শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক প্রক্রিয়ায় সম্পন্ন হওয়ার জন্য নার্গিসের গলায় অক্সিজেনের নল লাগানো হয়েছে। লাইফ সাপোর্ট থেকে রোগীকে সরানোর জন্য এটি প্রথম ধাপ। রোগীর চাচা আব্দুল কুদ্দুস জানান, ধীরে-ধীরে নার্গিসের উন্নতি হচ্ছে। তবে এখনো পুরোপুরি আশঙ্কামুক্ত নয় নার্গিস।

বাংলাদেশ সময়: ১৯:৪০:১২   ৩৪২ বার পঠিত