বুধবার, ১২ অক্টোবর ২০১৬

চীনের প্রেসিডেন্টের ঢাকা সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে

Home Page » এক্সক্লুসিভ » চীনের প্রেসিডেন্টের ঢাকা সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে
বুধবার, ১২ অক্টোবর ২০১৬



419.jpgবঙ্গ-নিউজঃ  চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আসন্ন সফর ঢাকা ও বেইজিংয়ের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে মনে করছেন সরকারের নীতি-নির্ধারকরা। সরকারের একজন সিনিয়র কর্মকর্তা বলেন, এ সফরের মাধ্যমে অবকাঠামো, জ্বালানি, সন্ত্রাসবাদ দমন, উৎপাদন, যোগাযোগ ইত্যাদি ক্ষেত্রে দু’দেশের মধ্যে সহযোগিতা আরও বাড়বে। তথ্য প্রযুক্তি, সামুদ্রিক সহযোগিতা ও অন্য বিষয়গুলো প্রথমবারের মতো বড় আকারে আলোচিত হবে। এছাড়া সফরের সময়ে প্রায় ২৫ টি চুক্তি এবং সমঝোতা স্মারক স্বাক্ষর করা হবে।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ঢাকা সফর প্রসঙ্গে তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেছেন, ‘বাংলাদেশ তথ্য প্রযুক্তি খাতে ১০ বিলিয়ন ডলারের একটি তহবিল চাইবে চীনের কাছে।’

এদিকে, সোমবার কেবিনেট প্রোডাক্টিভিটি সহযোগিতা চুক্তিটি অনুমোদন করেছে।

সরকারের একজন কর্মকর্তা বলেন, ‘এ সফরের ফলে সন্ত্রাসবিরোধী কার্যক্রমে সহযোগিতা বৃদ্ধি করবে বাংলাদেশ ও চীন। এ জন্য দু’দেশ একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করবে।’ তিনি জানান, ‘তথ্যবিনিময়, সক্ষমতা বৃদ্ধি ও প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয় এ সমঝোতা স্মারকে থাকবে। এছাড়া বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধির জন্য চীনের সহযোগিতা চাওয়া হবে।’

আরেকজন কর্মকর্তা বলেন, ‘অর্থনৈতিক সম্পর্ক বিভাগ প্রায় ৩০টি প্রকল্প নিয়ে চায়না কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছে। আরও কয়েকটি প্রকল্প এ সফরে চিহ্নিত করা হতে পারে, যেগুলো ভবিষ্যতে আলোচনা হবে।’

এদিকে চীনের একজন সিনিয়র কর্মকর্তা বেইজিংয়ে সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘চীনের প্রেসিডেন্টের সফরের সময়ে চীনের প্রস্তাবিত রোড ও বেল্ট উদ্যোগ বাস্তবায়নের জন্য বেশ কিছু চুক্তি স্বাক্ষর করা হবে। এ চুক্তিগুলোর লক্ষ্য হচ্ছে অবকাঠামো উন্নয়ন এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন।

চীনের সহকারী পররাষ্ট্রমন্ত্রী কং জুয়ানইউ বলেন ‘বাংলাদেশ দক্ষিন এশিয়া ও ভারত মহাসাগর অঞ্চলে চীনের একজন গুরুত্বপূর্ণ অংশীদার। এ সফর বাংলাদেশ-চীনের সম্পর্কের একটি মাইলফলক।’

এ বিষয়ে জানতে চাইলে চীনে বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রদূত মুন্সী ফায়েজ আহমেদ বলেন, ‘রোড ও বেল্ট উদ্যোগ একটি ধারণা। যেকোনও দেশ এখানে যোগ দিতে পারে। রোড ও বেল্ট উদ্যোগের উদ্দেশ্য হচ্ছে বাণিজ্য করার পথ বা রুট নিরবচ্ছিন্ন রাখা।’

ভারতে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত লিয়াকত আলী চৌধুরী বলেন, ‘বাংলাদেশ রোড ও বেল্ট উদ্যোগকে অর্থনৈতিক দৃষ্টিকোন থেকে বিবেচনা করে।’

উল্লেখ্য, রাষ্ট্রপতি আব্দুল হামিদের আমন্ত্রণে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং কম্বোডিয়া থেকে আগামী ১৪ অক্টোবর দু’দিনের মাইলফলক সফরে ঢাকা আসছেন। এখান থেকে তিনি ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার উদ্দেশ্যে ভারত যাবেন।
গত ৩০ বছরে এটি প্রথম চীনের রাষ্ট্রপতির ঢাকা সফর। এর আগে ১৯৮৬ সালে তৎকালীন চীনের প্রেসিডেন্ট লি শিয়াননিয়ান ঢাকা সফর করেন শি জিংপিং ২০১৪ সালে শ্রীলঙ্কা এবং ২০১৫ সালে পাকিস্তান সফর করেন। এর আগে ২০১৪ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফরে যান।

বাংলাদেশ সময়: ১৪:১৪:৪৯   ৩৭৩ বার পঠিত