শুক্রবার, ৮ মার্চ ২০১৩
আইটেম গান নিয়ে আশাবাদী প্রিয়াংকা
Home Page » বিনোদন » আইটেম গান নিয়ে আশাবাদী প্রিয়াংকাক্যাটরিনা কাইফ এবং কারিনা কাপুরের পর এবার আইটেম গানে নাম লেখালেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সম্প্রতি একতা কাপুর পরিচালিত ‘শুট আউট অ্যাট ওয়াডালা’ সিনেমার ‘বাবলি বদমাশ হে’ আইটেম গানে চুক্তিবদ্ধ হয়েছেন এই আবেদনময়ি অভিনেত্রী।
আর সেই সাথে এই প্রথম কোন আইটেম গানে দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়াকে। সম্প্রতি তিনি গানটির শুটিং সম্পন্ন করেছেন। অনেকের মতে, এবার সবার সাথে পাল্লা দিয়ে আইটেম গানেও মাতাবেন প্রিয়াংকা।
প্রিয়াঙ্কা বলেন,“ আমি একতার সাথে কাজ করতে চাইতাম। সে অনেক ভালো পরিচালক। সে তার এই আইটেম গানটি নিয়ে অনেক আশাবাদী। আমি অনেক উদ্বিগ্ন ছিলাম সিদ্ধান্ত নেয়ার ব্যাপারে। কারণ আইটেম গানে এটা আমার প্রথম কাজ।’’
তিনি আরও বলেন, “একতা এবং আমি দুজনেই একে অপরের সাথে কাজ করার জন্য আগ্রহী ছিলাম। সেই সুযোগ পেয়েছি আমরা। সুযোগটা হাতছাড়া করতে চাই না আমি। তাই আইটেম গানের জন্য রাজি হয়েছি। আশা করছি দর্শকদের ভালো লাগবে। আর এ গানটি নিয়ে আমি এখন বেশ আশাবাদী।’’
উল্লেখ্য, এই ছবিতে অভিনয় করছেন জন আব্রাহাম, অনিল কাপুর, কঙ্গনা রানাউত, তুষার কাপুর, সনো সুদ প্রমুখ। সিনেমাটি আগামী মে মাসে পর্দায় আসবে। আর বর্তমানে ‘গুন্ডে’ সিনেমার শুটিং এ ব্যস্ত আছেন এই বলিউড অভিনেত্রী।
বাংলাদেশ সময়: ১৭:০০:৪৫ ৫৮৯ বার পঠিত