মঙ্গলবার, ১১ অক্টোবর ২০১৬
মেডিকেল ভর্তি পরীক্ষায় ৫৬ হাজারেরও বেশি ফেল
Home Page » প্রথমপাতা » মেডিকেল ভর্তি পরীক্ষায় ৫৬ হাজারেরও বেশি ফেলবঙ্গ-নিউজঃসোমবার বিকালে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এ পরীক্ষায় ৫৬ হাজারেরও বেশি পরীক্ষার্থী ফেল করেছে বলে জানিয়েছে পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটি।গত শুক্রবার সকালে সারাদেশে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর পরীক্ষায় অংশগ্রহণের জন্য ৯০ হাজার ৪২৬ জন পরীক্ষার্থী আবেদন করে। তবে পরীক্ষায় অংশ নেয় ৮৫ হাজার ২০৭ জন। এ হিসেবে প্রায় ৬৬ শতাংশ পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় ফেল করেছে।
এ বছর ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণের লক্ষ্যে শুরু থেকেই বিভিন্ন মেডিকেল কলেজের সাবেক ও বর্তমান অধ্যক্ষ, সিনিয়র অধ্যাপক এবং অন্যান্য সিনিয়র চিকিৎসকরা পরীক্ষাগ্রহণ কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।
স্বাস্থ্য অধিদফতরের একাধিক কর্মকর্তা জানান, এ বছর প্রশ্নফাঁস এড়াতে নিশ্ছিদ্র ও ব্যাপক নিরাপত্তা অবলম্বন করা হয়। প্রশ্নপত্র প্রণয়ন, বিতরণ ও পরীক্ষা গ্রহণে ছিলো বাড়তি নজর।
এর গত কয়েক বছর ধরে দেশে মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটছিলো। ২০১৫ সালে তা মারাত্মক আকার ধারণ করে। এরপর থেকেই দেশে প্রশ্নফাঁসে বিরুদ্ধে জনমত গড়ে ওঠে। যার পরিপ্রেক্ষিতে এ বছর মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা গ্রহণে কড়াকড়ি করতে বাধ্য হয়েছে মন্ত্রণালয়।
বাংলাদেশ সময়: ১২:১০:০৯ ৪৪১ বার পঠিত