মঙ্গলবার, ১১ অক্টোবর ২০১৬
আইএইচএফ হ্যান্ডবলে ভারতের দ্বিতীয় জয়
Home Page » খেলা » আইএইচএফ হ্যান্ডবলে ভারতের দ্বিতীয় জয়
বঙ্গ-নিউজঃ সোমবার ইসলামী ব্যাংক আইএইচএফ ট্রফি হ্যান্ডবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনে পুরুষ বিভাগের প্রথম খেলায় ভারত ৫২-১৪ গোলে শ্রীলঙ্কাকে হারিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় জয় তুলে নিয়েছে। প্রথমার্ধে তারা ৩০-৬ গোলে এগিয়ে ছিল। ভারতের হয়ে সর্বোচ্চ ১১ টি গোল করেন নিদিশ।
দ্বিতীয় ম্যাচে পাকিস্তান ৩২-১৬ গোলে হারায় নেপালকে। প্রথমার্ধে তারা ১৪-১১ গোলে এগিয়ে ছিল। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ১০ টি গোল করেন মোজাম্মেল। নেপালের পক্ষে সর্বোচ্চ ৫ টি গোল করেন রিসাম। তৃতীয় ম্যাচে আফগানিস্তান ২৪-২২ গোলে হারায় মালদ্বীপকে। প্রথমার্ধে আফগানরা ১৩-১১ গোলে এগিয়ে ছিল। আফগানদের পক্ষে সর্বোচ্চ ৯ গোল করেন মোহাম্মদ শাহির এবং মালদ্বীপের পক্ষে ৭ গোল করেন ফিরন্সী।
এদিকে মহিলাদের প্রথম ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ে শ্রীলঙ্কা ১৮-১৬ গোলে হারায় আফগানিস্তানকে। প্রথমার্ধে ১০-৯ গোলে এগিয়ে ছিল দ্বীপ রাষ্ট্রটি। শ্রীলঙ্কার পক্ষে শুভাষিনি সর্বাধিক ১২ টি ও আফগানদের পক্ষে ৮ গোল করেন হুমায়রা।
দ্বিতীয় ম্যাচে ভারত ৪৫-১৬ গোলে নেপালকে হারিয়ে বড় জয় তুলে নেয়। প্রথমার্ধে ভারতের মহিলারা ২৪-৭ গোলে এগিয়ে ছিল। ভারতের পুনম ও নেপালের নিশা রায় সর্বোচ্চ ৯ টি করে গোল করেন।
তৃতীয় ম্যাচে পাকিস্তান ৩১-৮ গোলে হারায় মালদ্বীপ মহিলা হ্যান্ডবল দলকে। প্রথমার্ধে তারা ১২-৫ গোলে এগিয়ে ছিল। পাকিস্তানের শাহজাদি সর্বোচ্চ ৭ টি ও মালদ্বীপের মাইশা সর্বোচ্চ ৫ টি গোল করেন।
বাংলাদেশ সময়: ০:৩৬:৪৪ ৪৮৮ বার পঠিত