আইএইচএফ হ্যান্ডবলে ভারতের দ্বিতীয় জয়

Home Page » খেলা » আইএইচএফ হ্যান্ডবলে ভারতের দ্বিতীয় জয়
মঙ্গলবার, ১১ অক্টোবর ২০১৬



10.JPG
বঙ্গ-নিউজঃ সোমবার ইসলামী ব্যাংক আইএইচএফ ট্রফি হ্যান্ডবল টুর্নামেন্টের দ্বিতীয় দিনে পুরুষ বিভাগের প্রথম খেলায় ভারত ৫২-১৪ গোলে শ্রীলঙ্কাকে হারিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় জয় তুলে নিয়েছে। প্রথমার্ধে তারা ৩০-৬ গোলে এগিয়ে ছিল। ভারতের হয়ে সর্বোচ্চ ১১ টি গোল করেন নিদিশ।

দ্বিতীয় ম্যাচে পাকিস্তান ৩২-১৬ গোলে হারায় নেপালকে। প্রথমার্ধে তারা ১৪-১১ গোলে এগিয়ে ছিল। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ১০ টি গোল করেন মোজাম্মেল। নেপালের পক্ষে সর্বোচ্চ ৫ টি গোল করেন রিসাম। তৃতীয় ম্যাচে আফগানিস্তান ২৪-২২ গোলে হারায় মালদ্বীপকে। প্রথমার্ধে আফগানরা ১৩-১১ গোলে এগিয়ে ছিল। আফগানদের পক্ষে সর্বোচ্চ ৯ গোল করেন মোহাম্মদ শাহির এবং মালদ্বীপের পক্ষে ৭ গোল করেন ফিরন্সী।

এদিকে মহিলাদের প্রথম ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ে শ্রীলঙ্কা ১৮-১৬ গোলে হারায় আফগানিস্তানকে। প্রথমার্ধে ১০-৯ গোলে এগিয়ে ছিল দ্বীপ রাষ্ট্রটি। শ্রীলঙ্কার পক্ষে শুভাষিনি সর্বাধিক ১২ টি ও আফগানদের পক্ষে ৮ গোল করেন হুমায়রা।

দ্বিতীয় ম্যাচে ভারত ৪৫-১৬ গোলে নেপালকে হারিয়ে বড় জয় তুলে নেয়। প্রথমার্ধে ভারতের মহিলারা ২৪-৭ গোলে এগিয়ে ছিল। ভারতের পুনম ও নেপালের নিশা রায় সর্বোচ্চ ৯ টি করে গোল করেন।

তৃতীয় ম্যাচে পাকিস্তান ৩১-৮ গোলে হারায় মালদ্বীপ মহিলা হ্যান্ডবল দলকে। প্রথমার্ধে তারা ১২-৫ গোলে এগিয়ে ছিল। পাকিস্তানের শাহজাদি সর্বোচ্চ ৭ টি ও মালদ্বীপের মাইশা সর্বোচ্চ ৫ টি গোল করেন।

বাংলাদেশ সময়: ০:৩৬:৪৪   ৪৯১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলা’র আরও খবর


ভারতকে হারিয়ে টাইগারদের সিরিজ জয় নিশ্চিত
কোয়ার্টারে ব্রাজিল ক্রোয়েশিয়া মুখোমুখি
সুনামগঞ্জ স্টেডিয়ামে দু’দিনব্যাপী কুস্তি উৎসব কাল থেকে শুরু
অসাধারণ জয় ও দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনা
আর্জেন্টিনার জয় ও বাংলাদেশের উল্লাস -ভিডিও পোস্ট করল ফিফা
আজ মেসির জন্য মেক্সিকোর বিরুদ্ধে খেলাটি ‘বাঁচা-মরার লড়াই’
বিশ্ব কাপ ফুটবলে ইরানের কাছে হেরে গেল ওয়েলস
সর্বোচ্চ পারিশ্রমিক নেয়া ফুটবল দলের ১০ কোচ
হার দিয়ে মেসিদের বিশ্বকাপ শুরু
শুরুর বাঁশিতে ফুটবলের পৃথিবী

আর্কাইভ